সুদীপ ঘোষঃ কলকাতাবাসীর জন্য খুশির খবর। পুজোর আগেই খুলে যেতে চলেছে কলকাতার গুরুত্বপূর্ন টালা ব্রীজ (TalaBridge)। এই সুসংবাদ দিলেন রাজ্যের নতুন পূর্ত মন্ত্রী পুলক রায়।
রাজ্য মন্ত্রিসভায় রদ বদলের পর পঞ্চায়েত মন্ত্রকের বদলে শ্রী পুলক রায়ের হাতে এসেছে নতুন পূর্ত দপ্তর। গতকাল নবান্নে পূর্ত দপ্তরের দায়িত্ব নেওয়ার পরই ঐ দপ্তরের সচিব ও ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠক করেন। তারপরই তিনি সাংবাদিকদের পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়ার খবরটি প্রকাশ্যে জানান।
প্রসঙ্গত, ২০২০সালে ৩১ জানুয়ারি অসুস্থ টালা ব্রীজ বন্ধ করে ভেঙে ফেলার কাজ শুরু হয়। সেই থেকে কলকাতার বুকে পরিবহনে সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান হতে চলেছে বাঙালির বড় উৎসবের আগেই। খুলতে চলেছে ৪৬৮কোটি টাকা ব্যয়ে তৈরি ৮০০মিটার দীর্ঘ ৪লেনের নতুন টালা ব্রীজ। খুব সম্ভবত সেপ্টেম্বরেই কলকাতার মানুষ পেতে চলেছে নতুন টালা ব্রিজের সুবিধা। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া কলকাতা জুড়ে। টালা ব্রিজ উদ্বোধনের ফলে কলকাতার অভ্যন্তরে পরিবহন ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ