মৌপিয়া মাইতিঃ গত বুধবার ভারত-বাংলাদেশের ম্যাচ (T20wc Ind vs Ban) চলাকালীন বৃষ্টি হয়ে খেলোয়াড়দের বেশ সমস্যার মুখে পড়তে হয়। মাঠ ভিজে থাকায় দুই দলেরই খেলোয়াড়রা ঠিক ভাবে পারফর্ম করতে পারছিলেন না। বাংলাদেশের লিটন দাস রান নিতে গিয়ে পা পিছলে পড়ে যাওয়ার ফলে রান আউট হতে হয় তাকে আর এখান থেকেই ভারতের ভাগ্য ফিরতে থাকে। কিন্তু শুধু ভাগ্য না ভারতীয় ক্রিকেটের থ্রোডাউন এক্সপার্ট রঘু রাঘবেন্দ্রের উপস্থিত বুদ্ধির জোরেই হেরে যাওয়া ম্যাচ জিতেছে ভারত।
রঘু মূলত ভারতীয় ক্রিকেট টীমের একজন সহায়ক তথা থ্রোডাউন এক্সপার্ট। মাঠে কাদা থাকায় খেলোয়াড়দের জুতোয় কাদা লেগে থাকলে খেলতে অসুবিধা হবে বলে তিনি ব্রাশ দিয়ে ভারতের খেলোয়াড়দের জুতো পরিষ্কার করে দেন ফলে খেলোয়াড়দের আর কোনো অসুবিধা হয় না। অন্যদিকে এই পিচ্ছিল মাঠে খেলতে বাংলাদেশের খেলোয়াড়দের বেশ বেগ পেতে হয়।
প্রসঙ্গত, রঘুর বরাবরের স্বপ্ন ভারতীয় দলের হয়ে খেলার কিন্তু ভাগ্য তার সাথ দেয়নি। তবে তিনি একজন থ্রোডাউন স্টাফ ছিলেন যিনি ভারতীয় খেলোয়াড় দের ট্রেনিং-এ সাহায্য করতেন। এর ফলে তার দক্ষতাও অনেক বেড়ে যায়। আর তারপরই তার স্বপ্ন পূরণ হয় যখন তাকে ভারতীয় দলে থ্রোডাউন এক্সপার্ট হিসাবে নেওয়া হয় শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের প্রস্তাবে।
তিনি এরকম একটি পোস্টে থেকেও দ্বিধা করেননি খেলোয়াড়দের জুতো পরিষ্কার করে দিতে। তিনি এই কাজের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিলেন কোনো কাজই ছোট নয়। সেদিন তিনি যদি এমন কাজ করবেন না ভেবে পিছিয়ে যেতেন তাহলে হয়তো ভারত ঘুরে দাঁড়াতে পারতো না।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।