সুদীপ ঘোষঃ দক্ষিণ রায়ের দেশে ঘুরতে যাওয়ার সখ দীর্ঘদিনের? তাহলে আপনার জন্য আছে দারুন খবর। সরকারি ভেসেল চড়ে ঘুরে আসুন সুন্দরবনের নদী- খাঁড়ির জঙ্গলে। পশ্চিমবঙ্গ সরকারের সর্বজয়া ক্রুজ ভেসেল আপনাকে নিয়ে যাবে দেশের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টের অন্তঃপুরে (Sundarban Tourism)।
সুন্দরবন হল উনিস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়া জীব বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী অসংখ্য নদী- খাঁড়ি- খালের ব- দ্বীপ অঞ্চল। একদিকে উত্তাল সমুদ্র তো অন্যদিকে গভীর জঙ্গল। একদিকে মানুষের বাস তো অন্য দিকে ভয়ংকর রয়েল বেঙ্গল টাইগার ও কুমির। সুন্দরী, গোঁড়ান ও গেওয়া জাতীয় শ্বাসমূল- ঠেসমূল ম্যানগ্রোভ গাছের গভীর জঙ্গল।
কি দেখবেন সুন্দরবনে ? What to see at Sundarban Tourism
এই সুন্দরবনের বাদাবনের জঙ্গল ই বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের বাসস্থান। যার টান প্রতিবছর লক্ষ লক্ষ দেশ- বিদেশের পর্যটক ছুটে আসে সুন্দরবনে। সৌভাগ্য থাকলেই পর্যটকদের ক্যামেরার লেন্স বন্দী হন দক্ষিণ রায়। বাঘ ছাড়াও আছে হরিণ, বুনো শুয়োর, শুশুক, কচ্ছপ, মেছো বিড়াল, হায়না ও শেয়াল সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। বন্য প্রাণীর সাথেই তাল মিলিয়ে দেখা যায় হাজার হাজার প্রজাতির পাখি । যেমন- বুনো হাঁস, টিট্রীভ, শঙ্খচিল, মরাল, ঈগল, কাকাতুয়া, বালি হাঁস, বন মুরগি, শকুন, টিয়া, ময়ূর, শালিক ও ময়না ইত্যাদি।
আরও পড়ুন – আশঙ্কা সত্যি হল, কালিপুজোয় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
সুন্দরবন জাতীয় উদ্যান, সজনেখালি অভয়ারণ্য ও পাখিরালয়, লোথিয়ান দ্বীপ, হলিডে দ্বীপ, ভগবতপুর কুমির প্রকল্প, ও গসাবা ব্যাঘ্র প্রকল্পের টানে প্রতিবছর অসংখ্য ভ্রমণ পিপাসুরা বেড়াতে আসেন সুন্দরবনের বুকে। এখানের মানুষের জীবনযাত্রাও খুব আকর্ষণীয় পর্যটকদের কাছে। সুন্দরবনের অধিবাসীদের লোকরীতি, আদিবাসী নৃত্য, দক্ষিণা রায় , বন বিবি ও কালু রায়ের পুজোতে মন ভরিয়ে নেন পর্যটকরা। অথচ এই মানুষই প্রকৃতির কাছে কত অসহায়। বাঘ ও কুমিরের সাথে প্রতিদিনের লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের। সঙ্গে প্রতিবছরই লেগে থাকে সাইক্লোন ও ভরা কোটালের বিভীষিকা। তবে পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি বিরাট প্রভাবিত করেছে সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষকে।
ভ্রমনের ব্যবস্থা সরকারি স্তরে
সেই সুন্দরবন ভ্রমণের জন্য রাজ্য দরকার ব্যবস্থা করেছে সরকারি ক্রুজ ভেসেল। এক রাত দুই দিন এবং দুই রাত তিন দিনের প্যাকেজ দেওয়া হচ্ছে। কলকাতার বিবাদী বাগ পর্যটন অফিস থেকে বাসে চড়ে সোনাখালি। আর সোনাখালি থেকেই ক্রুজ ভেসেল সর্বজয়া। সর্বজয়া চড়ে সুন্দরবনের নদীর বুক চিড়ে সুবন্যখালি, সজনেখালি আর সব শেষে ডোবাংকি। তারপর আবার সোনাখালি হয়ে বাসে করে কলকাতা। এই ভ্রমণের মুল আকর্ষণ নদীর বুকে ভেসেল রাত্রিযাপন আর ভেসেল ও ওয়াচ টাওয়ার থেকে সবুজ লবনাম্বু উদ্ভিদের জঙ্গলের মাঝে বন ও কুমির সহ বন্য পশু ও পাখিদের বিচরণ উপভোগ করা। এই সর্বজয়া ক্রুজ ভেসেল ট্যুরের টিকিট সহজেই বুক করা যাবে পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে।
তাহলে আর অপেক্ষা ও দ্বিধা দূর করে পরিবারের সাথে বেড়িয়ে পড়ুন সুন্দরবনের জঙ্গলের উদ্দ্যেশে।
Sundarban, Travel with M D Sarbajaya | West Bengal Tourism|