দিব্যেন্দু হালদারঃ- পরিচিত গায়িকা থেকে একেবারে ষ্ট্রীট ফুডের দোকানদার। নেট মাধ্যমে ভাইরাল হওয়া তার অবনমনের কারণে নয় , বরং তার জীবনের কাহিনী অনুপ্রেরনা দেবে। গুজরাতের জামনগরে “ফ্রাঙ্কি মহিলা” হিসেবে তিনি পরিচিত ৷
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ওই তরুণীকে ৷ তিনি মহামারীর সময় আর্থিক সমস্যার কারণে একজন গায়ক থেকে একজন হোটেলের মালিক হওয়ার গল্প ভাগ করে নিতে দেখা যায় ওই ভিডিওতে ৷
ফুড ব্লগার করণ ঠক্করের আপলোড করা ভাইরাল ভিডিওতে “ফ্রাঙ্কি মহিলা” নামে পরিচিত তরুণীকে গুজরাটের জামনগর সেন্ট অ্যানস স্কুল এর বিপরীতে তার স্টলে খাবার তৈরী করতে দেখা যায় ৷
রান্নার মধ্যে তিনি বলেন আমি একজন গায়িকা ; মহামারীর কারনে আমি কাজ হারিয়েছি, উপার্জন টিকিয়ে রাখার জন্য কিছু দরকার ছিল ৷ যেহেতু জামনগরে ফ্রাঙ্কি পরিবেশন করার জন্য খুব বেশি স্টল ছিল না, তাই আমি আমার খাবারের স্টল শুরু করেছি ৷
সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিওর ক্যাপশনে তার সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে “তিনি পেশায় একজন গায়িকা কিন্তু সামাজিক জমায়েতে নিষেধাজ্ঞা পড়ে, তিনি উপার্জন করতে সক্ষম হননি ৷ তিনি অসহায় না হয়ে একটি খাবারের স্টল শুরু করেছিলেন ৷ এবং তিনি সেটি সফল ভাবে পরিচালনা করেছেন ৷ “ফ্রাঙ্কি মহিলা” নামে পরিচিত ওই তরুণী অন্যদেরও কঠিন পরিস্থিতিতে আশা না হারাতে অনুপ্রাণিত করেছেন”৷
ওই তরুণী হার না-মেনে কঠিন পরিস্থিতিতে স্ট্রিটফুড এর দোকান দিয়েছেন ৷ হার না মানার এই ঘটনা অন্যান্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে ৷