তিয়াশা ভক্তাঃ বেশ কয়েকটি জেনারেশনের ছুটির দিনের সকালটা কেটেছে বোকা বাক্সের ‘মহাভারত’ (Mahabharata) এ। কয়েক দশক ধরেই ৮ থেকে ৮০র অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘মহাভারত’। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বড়পর্দায় রিলিজ করেনি ‘মহাভারত’। এবার দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) হাত ধরে বড়পর্দায় আসতে চলেছে ‘মহাভারত’। সম্প্রতি এক মিডিয়ার কথোপকথনে মহাভারতের এই পুনঃনির্মাণের কথা প্রকাশ্যে আসে।
সূত্রের খবর, সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে – আমির খান (কৃষ্ণ), দীপিকা পাড়ুকোন (দ্রৌপদী ), অমিতাভ বচ্চন ( ভীষ্ম), রজনীকান্ত (দ্রোণাচার্য), ঐশ্বর্য্য রায় (গঙ্গা), কামাল হোসেন (শান্তনু), অজয় দেবগন (দুর্যোধন), প্রভাস (ভীম), অভিষেক বচ্চন (দুঃশাসন), রেখা (কুন্তী), রণবীর সিং (সহোদর), বিদ্যা বালান (সত্যবতী), অর্জুন রামপাল (যুধিষ্ঠির), ফারহান আক্তার (অর্জুন), গুলসন গ্রোভার( শকুনি)। অর্থাৎ পুরান আশ্রিত মহাকাব্যের সিনেমাটিতে একসাথে অভিনয় করতে দেখা যাবে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতাদের।
হিন্দি সহ অনেকগুলি ভাষায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। উন্নত প্রযুক্তি, ভিএফএক্স এবং গ্রাফিক্সের কারণে সিনেমার বাজেট হতে পারে ৭০০ কোটির বেশি। সব কিছু পরিকল্পনা মত এগোলেই সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ এর দীপাবলিতে। পরিচালক এস এস রাজামৌলির ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘বাহুবলী২ : দ্য কনক্লুশন ‘ বেশ জনপ্রিয় হয়েছিল ভক্ত মহলে। মহাভারত সেই সাফল্যের সারিতে আসে কিনা সেটাই এখন দেখার।
Mahabharata | SS Rajamouli | Bollywood | SouthIndianFilm |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ