সৌমি ঘোষ: কোথাও থেমে নেই মেয়েরা। মহাকাশ হোক বা খেলার মাঠ – মেয়েদের দেখা যাচ্ছে সম্মুখ সারিতে। এবার সমস্ত রকম শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ফুটবল মাঠে বাংলার মেয়ে।
আগামী জুলাই মাসে আমেরিকার মিচিগানে অনুষ্ঠিত হবে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড মহিলা ফুটবল প্রতিযোগিতা। সেখানেই বিশেষ চাহিদা সম্পন্ন পাপিয়া মুর্মূ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। কেন্দ্রীয় সরকারের তরফে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তার পাসপোর্ট তৈরির কথা বলা হয়েছে।
বীরভূম জেলার সিউড়ি এক নম্বর ব্লকের বাসিন্দা পাপিয়া। বর্তমানে সে সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সাংসারিক অনটন, শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে চলছে লাগাতার অনুশীলন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব অনুভব করছি – প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন বাংলা তথা দেশের গর্ব পাপিয়া।