সন্তু সামন্তঃ আপাতত চিত্রনাট্যের পরিসমাপ্তি। ICC’র চেয়ারম্যান হওয়ার আশা শেষ মহারাজের (Sourav Ganguly)। বি সি সি আই এর সভাপতির পর ICC’র চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছিলেন অনুরাগীরা। কিন্তু বিদায়লগ্ন খুব একটা সুখকর হল না।
জানা গেছে, ভারতের তরফে ICC তে কোনও মনোনয়ন পাঠানো হয়নি। গতকালই ছিলো ICC তে মনোনয়ন পাঠানোর শেষ দিন। ICC চেয়ারম্যান পদের জন্য BCCI ভারত থেকে কোনও নাম না পাঠানোয় ভারতের প্রাক্তণ অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এর ICC-র চেয়ারম্যান হওয়ার পথ বন্ধ হয়ে গেল।
উল্লেখ্য, দুদিন আগে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ও ICC র চেয়ারম্যান পদে কারোর নাম প্রস্তাব করা নিয়ে কোনও আলোচনাই হয়নি। এমনটা যে হতে পারে তার পূর্বাভাস অবশ্য সৌরভ গাঙ্গুলির অতিবড় শত্রুও হয়ত ভাবতে পারেননি।
প্রসঙ্গত, ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে দ্বিতীয়বার আর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ বাড়ল না। মহারাজের আইসিসি তে যাওয়ার সুযোগ বন্ধ হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসিসিআই থেকে তাঁকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সৌরভ রাজনীতির শিকার।
আজ সল্টলেকের যুবভারতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , সৌরভকে আই সি সি তে পাঠালে দেশের গৌরব বাড়ত। কেন্দ্রের কাছে অনুরোধ করার পরও সৌরভকে কেন বাদ দেওয়া হল তার কারণও জানানো হয়নি। তিনি আরও বলেন, আজ সৌরভের জায়গায় অন্য কেউ থাকলেও আমি তাঁর হয়ে গলা ফাটাতাম। এটা সচিন বা আজাহারের সঙ্গে হলেও আমি সরব হতাম।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ