ওয়েব ডেস্কঃ কে কে’র মৃত্যুর পর এবার নজরুল মঞ্চে গান গাইলেন সোনু নিগম। আপাতত নির্বিঘ্নেই অনুষ্ঠান হয়েছে। গত ৩১ মে এই নজরুল মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে প্রয়াত হন সঙ্গীতশিল্পী কে কে।
আরও পড়ুনঃ
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ সরকারি দপ্তরে
- একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- চার বছর পর অগ্নিবীর দের কি হবে দেখুন সরকারি ঘোষণা
- সম্পূর্ণ ফ্রি তে পুলিশের ইন্টারভিউ প্রস্তুতি
নজরুল মঞ্চের ব্যবসথাপনা নিয়ে দেশব্যাপী বিতর্ক শুরু হয়। তারপরই জল্পনা শুরু হয় এরপর অন্যান্য শিল্পীরা কলকাতায় আসবে তো ? তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে গতকাল নজরুল মঞ্চে গান গাইলেন সোনু নিগম।
তবে এবারে মঞ্চের ব্যবস্থাপনা , নিরাপত্তা নিয়ে সতর্ক প্রশাসন। মঞ্চের ভেতরে এবং বাইরে অ্যাম্বুলেন্স, মঞ্চের ভেতরে একজন চিকিৎসক, মঞ্চের বাইরে দমকলের একটি ইঞ্জিন এবং প্রতিটি গেটে ইন্সপেক্টর সহ যথেষ্ট পরিমাণে পুলিশি বন্দোবস্ত করা হয়েছিল। কার্ডে দেওয়া হয়েছে কিউ আর কোড। সেটি স্ক্যান করলে তবেই ভেতরে ঢোকার ছাড়পত্র মিলেছে। টিকিট ছাড়া ঢোকার অনুমতি ছিল না। শিল্পীর মঞ্চে প্রবেশ ও বেরোনোর সময় ক্রাউড ম্যানেজমেন্টে বিশেষ নজর দেওয়া হয়েছে।