অধ্যায় সাহাঃ রাজ্যে প্রত্যেকের বাড়িতে এবার আসতে চলেছে স্মার্ট মিটার। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়ে বলেছেন, রাজ্যজুড়ে প্রায় ৩৭ লক্ষ স্মার্ট মিটার (Smart meter) বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ১১ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ হবে এই প্রকল্পে। ৬০:৪০ এই অনুপাতে কেন্দ্র ও রাজ্য এই প্রকল্পে অর্থব্যয় করবে, এমনটাই জানা গেছে বিশ্বস্তসূত্রে।
এর ফলে বিদ্যুৎ বিভাগের কর্মীদের আর বাড়ি বাড়ি এসে বিদ্যুতের রিডিং নেবার প্রয়োজন পড়বে না , অফিসে বসেই তারা কম্পিউটার এর ডেটা দেখে গ্রাহকের বিদ্যুৎ এর বিল তৈরি করতে পারবেন। রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ও বিলিং ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, স্মার্ট মিটার (Smart meter) হল মূলত একটি ইলেকট্রনিক ডিভাইস। এটি গ্রাহকের বৈদ্যুতিক শক্তির ব্যবহার, ভোল্টেজের মাত্রা, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের মতো তথ্যগুলিকে প্রতিনিয়ত রেকর্ড করে। গ্রাহকদের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করে এই মিটার নিজে থেকেই সঠিক বিল নির্ধারণ করে। এর ফলে কনসিউমার বিলিং সহ সিস্টেম মনিটরিং এর ক্ষেত্রে প্রতিনিয়ত সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রশ্নোত্তর পর্বে গুজরাতের প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক অশোক দিন্দা রাজ্য সরকারকে একদফা তুলোধোনা করেছেন। মন্ত্রী এবং বিধায়কের মধ্যে এই নিয়ে সামান্য বাকবিতন্ডাও চলে। তবে শাসক ও বিরোধী দলের মধ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বাকবিতন্ডা যাই থাক, স্মার্ট মিটার (Smart meter) বসলে পরিষেবার ক্ষেত্র যে স্মার্ট হবে সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।