ওয়েব ডেস্কঃ ২ টো আমগাছের পাহারায় ৬ টি কুকুর ও ৩ জন সিকিউরিটি গার্ড ? হ্যাঁ ঠিকই পড়েছেন। মধ্যপ্রদেশের জব্বল্পুরের এক কৃষকের এই কীর্তি। কীর্তি না বলে বরং বলা ভালো বিচক্ষণতা।
- সরকারি স্কুলে ৫৮৪ জন শিক্ষক নিয়োগ
- ৫ টি কোম্পানিতে চাকরির সুযোগ
- রাজ্যের আর্বান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এ কর্মী নিয়োগ
- কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশিকা জারি করল রাজ্যের শিক্ষা দপ্তর
- টিচার্স ট্রেনিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর
কারণ এ তো আর যে সে আম নয়। এ হল জাপানের মিয়াজাকি আম। যার এক কেজির দাম ২ লক্ষ ৭ হাজার টাকা। জাপানে এই আমের চাষ হয়। ভারতে খুব কম চাষ হয় এই আমের। তবে যারাই এই আম চাষ করেন তাদের যথেষ্ট পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা করতে হয়। কারণ এই আম গাছ তার পালক কে লাখপতি করে। অ্যান্টি অক্সিডেন্ট , বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিডে ভরপুর এই আম।
শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা জব্বল্পুরের ওই কৃষকের আম গাছের ছবি টুইট করেন। ওই কৃষক সংবাদ সংস্থাকে জানিয়েছেন ২০১৬ সালে ট্রেনে ভ্রমনের সময় এক ব্যক্তি তাঁকে এই গাছটি দেন। যদিও তিনি জানতেন না এর ফলের দাম এত বেশি। পরে আমের রং ও দাম শুনে তিনিও অবাক হয়ে যান। তাঁকে এই আম বিক্রির জন্য অনেকে বলেছেন। কিন্তু এখনও তিনি বিক্রি করার মনস্থির করেননি। তবে ভবিষ্যতে এই আম অনেক পরিমাণে চাষ করার তার ইচ্ছে রয়েছে এমনটাই সূত্রের খবর।