সুদীপ ঘোষঃ ইহলোকে ঝিনুক খোঁজার পালা সাঙ্গো করে পরলোকে পাড়ি দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র (NirmalaMishra)। দীর্ঘ অসুস্থতার কারণে বাড়িতেই চলছিল তার চিকিৎসা । গতকাল রাত ১২ টা ৫ মিনিটে চেতলায় নিজের বাড়িতে হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তার ব্যক্তিগত চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানান, দীর্ঘ দিন অসুস্থ ছিলেন তিনি। এর আগেও অনেকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়েছিল তার। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। হৃদরোগের সাথে আরও একাধিক সমস্যা ছিল তার শরীরে। বাড়িতেই তৎক্ষণাৎ মৃত্যুর হলেও সঙ্গে সঙ্গে তার দেহ রাতেই সাদার্ন অ্যাভিনিউয়ের একটি নার্সিং হোম নিয়ে যাওয়া হয়।
“ও তোতা পাখি রে” , “আজ বিকালের ডাকে তোমার চিঠি পেলাম” আর “এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না” এর মতো একাধিক তার কালজয়ী গান আজও বাঙালির খুব প্রিয়। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় মতো সঙ্গীত জগতের প্রবাদ প্রতিম শিল্পীদের সময় সাময়িক তিনি। পেয়েছেন একাধিক সঙ্গীতের পুরস্কার। কিন্তু অসুস্থতার কারণে দীর্ঘদিন জনসমক্ষে তার দেখা পাওয়া যায়নি।
এই বর্ষীয়ান সঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তার পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল ১০থেকে প্রায় ১১ টা পর্যন্ত তার মরদেহ রাখা থাকবে রবীন্দ্র সদনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তার গুণমুগ্ধ ভক্তরা। রাজ্য সরকারের তরফে বিশিষ্ট সঙ্গীত শিল্পীর শেষকৃত্যে সব রকম সরকারি প্রটোকল মানা হবে বলে জানানো হয়েছে ।
যার গান শুনে চোখে জল আসতো বাঙালি শ্রোতাদের, তার প্রয়াণে সেই শ্রোতাদের চোখের কোনে জল । সোশ্যাল মিডিয়াতে একের পর এক শোক বার্তা আসছে তার শ্রোতা বন্ধুদের তরফ থেকে। ভালো থাকেন নির্মলা দেবী, নবচেতন পরিবার আপনার প্রয়াণে শোকাহত।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ