সন্তু সামন্তঃ প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষ। কুকুরদের অবস্থাও খুব একটা ভালো নয়। তারওপর যদি চোর ধরা থেকে শুরু করে শনাক্তকরণ এর ডিউটি করতে হয় তাহলে কষ্ট তো হবেই।
এই গরমে তদন্তে যথাসাধ্য সাহায্য করছে পুলিশ কুকুর। কিন্তু গরমের কষ্ট তারা তো আর মুখে বলতে পারে না। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে বেশ কষ্ট হচ্ছে। তাই তাদের এই গরমে একটু আরাম দিতে অভিনব ব্যবস্থা নিল ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগ।
গরমের দাবদাহ থেকে বাঁচতে পুলিশ কুকুরদের পায়ে পরানো হচ্ছে জুতো এবং চোখে দেওয়া হচ্ছে সানগ্লাস। জুতো ও সানগ্লাস পরার ভিডিও ফেসবুকে এবং টুইটারে শেয়ার করা হয়েছে ভেনতুরা কাউন্টির শেরিফ অফিস থেকে।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপামর নেটবাসী। সত্যি এই উদ্যোগ বেশ প্রশংসনীয়। আর কুকুররা ? তাদের মুখচোখের ভাব প্রকাশই বলে দিচ্ছে তারা বেজায় খুশি এই নতুন জুতো এবং সানগ্লাস পেয়ে।