দেবস্মিতা দলুই : ফের সঙ্গীত জগতে নক্ষত্র পতন। প্রখ্যাত সন্তুর বাদক ও সংগীত রচয়িতা পণ্ডিত শিবকুমার শর্মা আজ সকাল ন’টা নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। হাসপাতাল সূত্রের খবর, তিনি গত ছয় মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এবং সেই জন্য তার ডায়াললিসিসও চলছিল। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন।
পণ্ডিত শিবকুমার শর্মাই জম্বু-কাশ্মীরের স্বল্প পরিচিত একটি বাদ্যযন্ত্র সন্তুরকে, সংগীতজগতে এক উচ্চস্থানে স্থাপন করেছেন। ভারতীয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সরোদ এবং সেতারের সাথে ক্লাসিক্যাল গানের ক্ষেত্রে সমমর্যাদায় সন্তুরকে নিয়ে গেছেন।
শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিশিষ্ট জন ও গুণমুগ্ধ শ্রোতা।