সাগরিকা সাঁফুইঃ সঙ্গীত জগতে আবারও এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন সুরের যাদুকর। বার্ধক্য জনিত রোগের কারনে ৮৩ বছর বয়সী সঙ্গীতশিল্পীর হাসপাতালে ভর্তির খবর ছিলই। কিন্তু হাসপাতালে ভর্তির খবরের ব্রেকিং শেষ হতে না হতেই তাঁর প্রয়াণের ব্রেকিং নিউজ।
বেঙ্গালুরুর জয়দেব হাসপাতালে হার্ট অ্যাটাকে প্রয়াত হন জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্নড় সঙ্গীতশিল্পী শিবমোগা সুব্বান্না (Shivamogga Subbanna)। তাঁর আসল নাম জি সুব্রামণ্য (G. Subramanya) হলেও ‘ কাদু কুদুরে ওডি ‘ গানের পর তিনি পরিচিত হন ‘ শিবমোগা সুব্বান্না ‘ নামে।
আইনজীবী হিসেবে কেরিয়ার শুরু করলেও সঙ্গীতের প্রতি নিষ্ঠা আর ভালবাসা তাকে এনে দেয় জাতীয় পুরস্কার। জ্ঞানপীঠ সহ কন্নড়ের প্রথম সিলভার লোটাস অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছিলেন তিনি। তাঁর গীতিকবিতা ছাড়াও লোকগীতি এবং ভক্তিমূলক গানও বেশ জনপ্রিয়। আকাশবানীর সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক সহ রাজ্য চলচ্চিত্র পুরস্কার নির্বাচন কমিটির সদস্য হিসাবেও কাজ করেছেন।