স্নিগ্ধা হালদারঃ এ যেন অতীতের ঘটনাকে আবার ফিরে দেখা। এর আগেও এই একই ঘটনার সাক্ষী হয়ে ছিল গোটা বিশ্ববাসী। এক জাহাজ ভর্তি যাত্রী আর তার মধ্যে শতাধিক মানুষ কোভিড আক্রান্ত। সেই ঘটনাই পুনরায় ঘটল অস্ট্রেলিয়ার সিডনিতে (ship with 800 Covid cases)।
শনিবার ম্যাজিস্টিক প্রিন্সেস ক্রুশ জাহাজ অস্ট্রেলিয়ার সিডনির সার্কুলার কয়েতে পৌঁছায়। জাহাজটি নিউজিল্যান্ড থেকে রওনা হয়েছিল। যখন জাহাজটি ডকে পৌঁছায় তখন প্রায় ৮০০ জন যাত্রী COVID-19 আক্রান্ত।
বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে রওনা হওয়ার সময় জাহাজটিতে প্রায় ৪,৬০০ জন যাত্রী ছিল। অর্থাৎ প্রতি পাঁচ জনের মধ্যে এক জনের কোভিড ছিল। ১২ দিনের সফরে জাহাজটি অকল্যান্ড, ওয়াশিংটন, ডুনেডিফ, বে অফ আইসল্যান্ড এবং ফিয়র্দলান্ড ন্যাশনাল পার্কের আশেপাশের বন্দরে নোঙর ফেলেছিল।
ক্রুশ অপারেটর কার্নিভাল অস্ট্রেলিয়ার সভাপতি মারগুরাইট ফিটজেরাল্ড জানিয়েছেন, ১২ দিনের সমুদ্রযাত্রায় প্রায় অর্ধেক সময় ধরে প্রচুর সংখ্যক COVID-19 আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে এবং সমস্ত কেসই উপসর্গবিহীন বা হাল্কা লক্ষণ যুক্ত।
যদিও অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে তারা COVID-19 এর সমস্ত প্রটোকল মেনে চলেছেন। এতে দেশবাসীকে উদ্বিগ্ন হতে হবে না।
প্রসঙ্গত, এই একই ঘটনা ২০২০ সালের মার্চ মাসে রুবি প্রিন্সেস ক্রুশ জাহাজে ঘটে ছিল। যেখানে প্রায় ৯০০ জন যাত্রী COVID-19 আক্রান্ত হয়েছিল এবং ২৮ জনের মৃত্যু হয়েছিল।
Ship with 800 Covid cases |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।