সুদীপ ঘোষঃ আবার নতুন পালক যুক্ত হতে চলেছে শশী থারুরের মুকুটে। এবছর ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান “লিজিয়ন দ্যা অনর” পেতে চলেছেন বিশিষ্ট লেখক ও সাংসদ শশী থারুর।
কিন্তু তার খ্যাতি তার রচনায় আর বক্তব্যে। তার রচিত বই বার প্রশংসিত হয়েছে দেশে ও বিদেশে। লেখনীর জোরে বার বার তার মুকুটে উঠেছে একাধিক সম্মানের পালক। এর আগে ২০১০সালে স্পেনের অসামরিক সম্মান পেয়েছেন তিনি। এর আগে সাহিত্য রচনায় দেশের সাহিত্য একাডেমী পুরস্কারে সম্মানিত হয়েছেন শশী থারুর।
জাতি সংঘের মঞ্চ থেকে দেশের পার্লামেন্টের ফ্লোর বারবার তার ক্ষুরধার ও স্ট্যান্ডার্ড ইংলিশে বক্তব্যে অভিভূত হয়েছে দেশের মানুষ। শুধু পার্লামেন্ট নয়, তার রসবোধে মজেছে স্ট্যান্ড আপ কমেডির মঞ্চও । সাহিত্যের লিখনী থেকে সংসদ ভবন সব স্থানেই প্রশংসিত হয়েছে তার দক্ষতা। সেই দক্ষতার কারণেই দেশে বিদেশে পেয়েছেন একাধিক সম্মান।
এর আগে এই বিশেষ সম্মান পেয়েছেন ভারতের একাধিক গুণী মানুষ। তার মধ্যে বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় উল্লেখযোগ্য। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে কংগ্রেস সংসদ শশী থারুরের নাম। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী , তাকে অভিনন্দন জানিয়েছেন। এই সম্মান পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই সর্ব স্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তাতে শশী থারুরের সোশ্যাল মিডিয়া পেজ।