সন্তু সামন্তঃ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে এক সপ্তাহ ছুটি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। এই নিয়ম কার্যকর হবে আজ থেকেই। জোর দেওয়া হয়েছে অনলাইন ক্লাসের ওপরে।
শ্রীলঙ্কার সংবাদ সংস্থা ডেলি মিরর জানিয়েছে, তেলের সংকট এর কারণে ১০% শতাংশ বেসরকারি বাস চলবে। বেসরকারি অফিসগুলোকে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি বিমান চলাচলে ৫৩% আসন সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে।
আজ ও কাল দেশে বিদ্যুৎ সংযোগ ও ব্যহত হবে। কবে, কোথায় কখন বিদ্যুৎ থাকবে না সরকারের পক্ষ থেকে আগেভাগেই তা জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট থেকে শ্রীলঙ্কা ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট চরম সীমায় গিয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ এবং তারপর রনিল বিক্রমসিংহের প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর রাজনৈতিক অস্থিরতাও ক্রমশ সঙ্কট আকার নিচ্ছে। শ্রীলঙ্কা কবে এই সঙ্কট কাটিয়ে উঠতে পারবে সেটাই এখন দেখার।