সুদীপ ঘোষ: জন্মশতবর্ষে অস্কারজয়ী সত্যজিৎ রায়ের জীবনী “অপরাজিত”- র পর এবার আসছে মৃণাল সেনের জীবনী “পদাতিক”।
আরও পড়ুন –
- ব্রেকিং নিউজঃ ৮৩৫ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ, দেখে নিন একনজরে
- বিনামুল্যে নার্সিং শিখে সেনাবাহিনী তে চাকরির সুযোগ
- কোচিন শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
তবে সিনেমায় নয়, “পদাতিক” মুক্তি পাবে ছোট পর্দার সিরিজে। বাংলা সিনেমার অন্যতম প্রান পুরুষ মৃণাল সেনের ৯৯তম জন্মবার্ষিকীতে এই সিরিজের অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন সৃজিত।
আগামী বছরই পূর্ণ হতে চলেছে মৃণাল বাবুর জন্মশতবর্ষ। সেই জন্মশতবার্ষিকীতেই মৃণাল বাবুর প্রতি সৃজিত মুখার্জির শ্রদ্ধার্ঘ্য এই সিরিজ। জানা গেছে, গত লকডাউনেই এই সিরিজ নির্মাণের ধারণা মাথায় আসে পরিচালকের। মূলত, এই সিরিজে মৃণাল সেনের জীবনী, চলচ্চিত্রের শ্রেষ্ট সৃষ্টি ও মতাদর্শ দর্শকদের সামনে তুলে ধরা হবে।
এই সিরিজের পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেরই আশা, সদ্য মুক্তিপ্রাপ্ত মানিকবাবুর জীবনী নির্ভর “অপরাজিত”- এর মতোই “পদাতিক” সিরিজেও মৃণাল বাবুর শ্রেষ্ঠত্ব নতুন ভাবে ধরা দেবে।