সুদীপ ঘোষ: ফের ঊর্দ্ধমুখী কোভিড সংক্রমণের মাঝেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে নরোভাইরাস নিয়ে। ইতি মধ্যেই এই মারাত্মক ভাইরাসে সংক্রমিত হয়েছে কেরালার তিরুবন্দ্রমপুরামের স্কুলের দুই শিশু। দক্ষিণ ভারত জুড়ে ছড়াচ্ছে আতঙ্ক।
সূত্রের খবর, কেরালার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে দুটি শিশুর শরীরে অতি সংক্রমক নরোভাইরাসের নমুনা পাওয়া গেছে। ঐ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের মতে দূষিত জল আর খবর থেকেই সংক্রমণের সম্ভবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। ঐ দুই শিশুর দেহে পেট খারাপ, ডায়রিয়া, বমি ও জ্বরের উপসর্গ রয়েছে বলে জানা গেছে। এই রকম উপসর্গ থাকলে হাসপাতালের সাথে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
- মোট ১৬৯৬ জনের নাম ও রোল নম্বর প্রকাশ করল পি এস সি
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- বি.এড কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
- মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মমুখী কোর্স করে প্লেসমেন্টের সুযোগ !
- ইলেভেনে ভর্তির ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম
আমেরিকার ওয়াইমিং ডিপার্টমেন্ট অফ হেলথের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে , এই ভাইরাসের সংক্রমণে মূল কারণ হল দূষণ। সাধারণত অপরিচ্ছন্নতার কারণে স্কুল, খেলার মাঠ ও রেস্তোরাঁ গুলিকে এর উৎস স্থান হিসাবে ধরা হয় । নরো ভাইরাসকে অতি সংক্রমক ভাইরাস হিসাবে চিহ্নিত করা হয়েছে। শুধু শিশু নয়, বয়স্কদের দেহেও এই সংক্রমণের চান্স আছে।
সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সহজেই সম্ভব ।এই ভাইরাস সংক্রমণের রোধে বিশেষজ্ঞরা, দূষিত খাবার না খাওয়া, খাওয়ার আগে হাত- মুখ ধোয়া, পরিষ্কার- পরিচ্ছন্ন থাকা, সংক্রমক ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার মতো একাধিক পরামর্শ দিয়েছেন।
নরোভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন। নির্দিষ্ট উপসর্গ থাকলে দ্রুত হাসপাতালের সাথে যোগাযোগ করুন।