সন্তু সামন্তঃ সারা দেশ জুড়েই ইন্টারনেটের ব্যবহার (Internetuse) দ্রুত বৃদ্ধি হচ্ছে। স্বাভাবিকভাবেই বেড়েছে অনলাইন ট্র্যানজাকশান। ইন্টারনেট এর ব্যবহার এবং অনলাইন ট্র্যানজাকশানের (onlinetransaction) ফলে আমাদের দৈনন্দিন জীবন অনেক বেশি সহজ হয়েছে ঠিক কথা। কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে সাইবার প্রতারণা (Cyberattack)।
প্রায় দিনই অনলাইন প্রতারণা খবরের শিরোনামে (Newsheadline) আসে। সাইবার প্রতারণা থেকে বাঁচতে (CyberSuraksha) আমাদের সবাইকে ইন্টারনেট ব্যবহারের সময় সাবধানে থাকতে হবে। প্রশাসনের দিক থেকেও বারবার সতর্ক করা হচ্ছে। তাও সামান্য ভুলেই হয়ে যাচ্ছে বড়সড় আর্থিক ক্ষতি।
এবার সাইবার প্রতারণায় আর্থিক সুরক্ষা দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBIGeneral)। স্টেট ব্যাঙ্কের শাখা সংস্থা এস বি আই জেনারেল ইন্সিউরেন্স লঞ্চ করল (NewLaunch) “সাইবার ভল্ট এজ” (CyberVaultEdge)। যে কোনও ব্যক্তি সাইবার সুরক্ষায় আর্থিক নিশ্চয়তা পেতে কিনতে পারবেন এই পলিসি (CyberInsurance)। নিজে, স্বামী বা স্ত্রী এবং ১৮ বছর বয়স পর্যন্ত ২ টো বাচ্চার জন্য এই পলিসি(insurancepolicy) কেনা যাবে।
এই পলিসি কভার করবে এই সমস্ত বিষয় – Theft of Funds, Identity Theft, Data Restoration /Malware Decontamination, Cyber Bullying, Cyber Stalking and Loss of Reputation, Cyber Shopping, Online shopping, Online Sales, Social Media & Media Liability, Network Security Liability, Privacy Breach & Data Breach Liability, Privacy Breach & Data Breach by Third Party, Smart Home Cover এবং Liability for Intentional Misbehavior of Underage Persons।
আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন স্টেট ব্যাঙ্কের (SBI) এই ওয়েবসাইট থেকে – https://www.sbigeneral.in/portal/cyber-vault-edge-insurance।