স্নিগ্ধা হালদারঃ পাঁচ হাজার মিটারের বেশি উচ্চতায় উঠলেই যেখানে অক্সিজেনের পরিমাণ কমে যায় সেখানে সিয়াচেনের উচ্চতা 19,061 ফুট। আর এই উচ্চতায় পরিবেশ প্রতিকূল থাকবে সেটাই স্বাভাবিক। তীব্র ঠান্ডা আর প্রতিকূল পরিবেশের মধ্যেই সীমান্ত রক্ষার্থে ভারতীয় সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে চলেছে। যোগাযোগ ব্যবস্থা সহজ করে তোলার জন্য এবার প্রায় ১৯ হাজার ফুট উচ্চতায় স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করল ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড (BBNL) এর সহায়তায় সিয়াচেনে এই নেট সংযোগ করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৮৪ সালের ‘মেঘদূত অপারেশন’ -এর পর এই হিমবাহ ভারতীয় সৈন্যদের অধিনস্ত হয়। এই হিমবাহের জন্য পাকিস্থানি সৈন্যরা চীনের সৈন্যদের সাথে যোগাযোগ করতে পারে না। তাই ভারতের সীমান্ত সুরক্ষার্থে এই হিমবাহের যথেষ্ট গুরত্ব রয়েছে।
নেট পরিষেবা আরও সহজ করে তোলার জন্য সরকারি স্তরে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবার প্রসার ঘটানো হচ্ছে। এক্ষেত্রে প্রাইভেট সংস্থাগুলিও পিছিয়ে নেই। গত সপ্তাহেই ইসরো’র সঙ্গে যৌথ উদ্যোগে হাজেস কমিউনিকেশন ইন্ডিয়া (Hughes Communications India) উচ্চমানের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস (high throughput satellite) চালু করেছে।
উল্লেখ্য, প্রত্যন্ত বর্ডার এলাকা সহ সারা দেশের বর্ডার লাইনে থাকা প্যারামিলিটারি ফোর্স এবং ভারতীয় সেনাবাহিনী কে স্যাটেলাইটভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিচ্ছে এইচ টি এস টেকনোলজি। সেনাবাহিনী সহ সারা দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে স্যাটেলাইট ভিত্তিক নেট পরিষেবায় সহায়তা করছে ইসরোর ‘GSAT-11’ এবং ‘GSAT-29’ ।
প্রসঙ্গত, ভারত নেট স্কিম প্রকল্পের অধীনে ৭০০০ গ্রাম পঞ্চায়েতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহের দায়িত্বে রয়েছে ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড। সরকারি তথ্য বলছে, এপর্যন্ত প্রায় ৪ হাজার গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা চালু করা হয়েছে।
SiachenGlacier | BBNL | Worlds-Highest-Battlefield | adgpi | NorthernComd_IA |IndianArmy
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ