সন্তু সামন্তঃ আর মাত্র ১ দিন। তারপর থেকেই শুরু হবে যান নিয়ন্ত্রণ। সাঁতরাগাছি সেতুর (Santragachi Bridge) এক্সপেনশন জয়েন্ট বদল ছাড়াও একাধিক জরুরি মেরামত করা হবে। এক মাসের ও বেশি সময় লাগতে পারে এই রক্ষণাবেক্ষণ এর কাজ। তাই সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে।
কতদিন পর্যন্ত এই যান নিয়ন্ত্রণ করা হবে তা এই প্রতিবেদন পাবলিশ হওয়ার আগে পর্যন্ত জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, কাজের ভলিউম যা তাতে করে মাস খানেক লাগতে পারে। তাই নিত্যযাত্রী সহ পণ্যবাহী গাড়ি – সবারই জেনে রাখা উচিত কোন পথে কোন গাড়ি চলবে।
১) রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে । তবে মেরামতি চলাকালীন ভারি গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
২) ভোর ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত যাত্রীবাহী গাড়ি, বাস, অ্যাম্বুলেন্স সহ যেকোনো ছোটো গাড়ি সেতু ব্যবহার করতে পারবে।
৩) রাতদিন খোলা রাখা হচ্ছে – দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা থেকে হাংসা ক্রসিং, ড্রেনেজ ক্যানাল রোড, শানপুর ক্রসিং, হাওড়া আমতা রোড, সলপ মোড় হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক।
৪) দ্বিতীয় হুগলী সেতুর টোল প্লাজা থেকে হাওড়া আন্দুল রোড, মউরিগ্রাম উড়ালপুল, আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক যেতে পারবে জরুরি পরিষেবার গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি। মউরিগ্রাম সেতু যারা ব্যবহার করবে তাদের গাড়ির সর্বাধিক উচ্চতা হতে হবে ৪.৫ মিটার।
৫) খড়গপুর থেকে কলকাতা মুখী ভারিগাড়ি রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে ডানকুনি হয়ে নিবেদিতা সেতু ধরে কলকাতা আসতে পারবে।
৬) কলকাতা থেকে বেরোনো ভারিগাড়ি রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে টালা, নিবেদিতা সেতু, ডানকুনি হয়ে জাতীয় সড়কে উঠতে পারবে।
| Santragachi Bridge |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।