সুদীপ ঘোষঃ দ্বিতীয় দিনেই খাতা খুলল ভারত। কমনওয়েলথ (CommonWealth 2022) গেমসে দেশকে প্রথম পদক এনে দিলেন সংকেত সারগার (Sanket Sargar)। অল্পের জন্য হাতছাড়া হল সোনা, ভারউত্তোলনে রূপো (Silver, WeightLifting) জিতলেন মহারাষ্ট্রের সংকেত।
অভাবের সংসারে বাবার পানের দোকান থেকেই বিশ্বজয়ের স্বপ্নে ভার উত্তোলন শুরু করেন সংকেত। বাবা মহাদেব সারগার মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম থেকে মফস্বল সংলিতে এসে রাস্তায় ফলের ব্যবসা শুরু করেন। তার পর সেই ফলের দোকান থেকে রাস্তার পাশে স্থায়ী পানের দোকান। সেই পানের দোকানেই অবসর সময়ে বাবাকে সাহায্য করত আজকের রুপোলি বালক।
আরও পড়ুনঃ Govt jobs: কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করছে সরকারি দপ্তর
অভাবের মধ্যেও দুচোখে স্বপ্ন নিয়ে ছেলেকে ওয়েটলিফটিং প্রশিক্ষণ শুরু করেন মহাদেব। অনটনে দিনগুজরান সঠিক সময়ে সঠিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত ছিল আজকের স্টার। সেই প্রতিকূল পরিবেশের সাথে শুরু হয় তার সংগ্রাম। সেই সংগ্রামই তাকে বিশ্ব দুয়ারে রূপো এনে দিল।
২১বছর বয়সী সংকেত ৫৫কেজি বিভাগে রূপো জিতে দেশকে চমকে দিলেন। ফাইনালে দ্বিতীয়বার ওয়েট লিফটিং করতে গিয়ে কনুইয়ে চোট পান তিনি। সম্ভবত সেকারণেই সোনা হাত ছাড়া হয় তার। মাত্র এক কেজি বেশি তুলে সোনা জিতেন মালয়েশিয়ার অনিক মহম্মদ। সোনা হাত ছাড়া হলেও দেশের হয়ে প্রথম পদক জিতে দেশবাসীর মন জয় করেছেন তিনি। তার সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
আরও পড়ুনঃ ৯৭৫৪ জনের মেধাতালিকা প্রকাশ করল SSC
প্রসঙ্গত, ইংল্যান্ডের ব্রামিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারতের একাধিক প্রতিযোগীর পদক জয়ের সম্ভবনা রয়েছে। আর সেই সম্ভবনা বাস্তবে প্রথম পরিণত করলেন সংকেত। তার রূপো জয়ের আনন্দে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে একের পর এক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ