বরুণ মুখোপাধ্যায়ঃ- ত্রিশ বছরেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার পর্দায় একের পর এক সুপারহিট ছবি দর্শককে উপহার দিয়ে চলেছেন অ্যাকশন হিরো সলমন খান। এবার তিনিই রং-তুলি হাতে ক্যানভাসে ফুটিয়ে তুলছেন একাধিক অসামান্য ছবি। ভাইজানের এমন প্রতিভায় মজেছেন নেটিজেনরা।
সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে এই প্রথমবার অভিনেতা সলমন খানের একটি একক আর্ট-ওয়ার্ক প্রদর্শিত হল। বেঙ্গালুরুর গ্যালারি জি-তে জিএসি ডিজিট্যাল প্ল্যাটফর্ম থেকে এই প্রদর্শনীটি দেখানো হয়।
‘মাদারহুড—অ্যান আর্টিস্টিক ওড টু মাদার টেরেসা’ শিরোনামে এই চিত্র প্রদর্শনীতে তিনটি চিত্র তুলে ধরেন, তাদের মধ্যে দুটি বড়ো মাপের। ‘স্টিল ইন হোপ অফ কমপ্যাশন’ এবং ‘বিগিনিং ফর পিস’ নামে এই দুটি ছবি প্রদর্শনীতে রাখা হয়েছিল।
নোবেল শান্তি পুরস্কার প্রাপক বিশ্বজননী মাদার টেরেসার দ্বারা অনুপ্রাণিত হয়ে ও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে চিত্রকর সলমন খান বিগত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই চিত্র প্রদর্শনীর একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন।
প্রসঙ্গত, বলিউড দাবাং-খ্যাত অভিনেতা সলমন খানের একক চিত্র প্রদর্শনী এটা হলেও ২০২১ সালে আরও একটি প্রদর্শনীর খবর দেশজুড়ে বেশ সাড়া ফেলে। সেখানে ভাইজানের আঁকা ছবি স্থান পায় রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ভিএস গায়তোন্ডের মতো বিখ্যাত সব চিত্রশিল্পীর ছবির পাশে। প্রদর্শনীতে সলমন খানের ছবি নিলামের মাধ্যমে বিক্রি হয় এবং অর্থরাশির পুরোটাই যায় তাঁর নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থা—’বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’-এর নামে।
তাঁর এই প্রতিভায় খুশি বাবা সেলিম খান-সহ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। খবর শুনে উচ্ছ্বসিত নেট দুনিয়ার তাঁর অগণিত ফ্যান-ফলোয়ারও।
বলিউড ফিল্মের দুনিয়ায় তিনি যতটা সফল, রং-তুলি হাতে তিনি কতটা সফলতা অর্জন করতে পারবেন—এই উত্তর সময়ই দেবে।