স্নিগ্ধা হালদারঃ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শুরু হয়েছিল ইউক্রেন – রাশিয়ার (RussiaUkraine) যুদ্ধ। বছর শেষ হতে চলল অথচ এখনও যুদ্ধ থামার নাম নেই। তবে ইউক্রেনের সেনা প্রত্যাঘাতের জন্য রাশিয়াকে কিছুটা হলেও পিছপা হতে হয়েছে। এবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসেন থেকেও সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল রাশিয়ার সামরিক অধিকর্তা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়া তাদের অংশ করে নিয়েছিল , এর মধ্যে একটি হলো খেরসন। খেরসন অঞ্চলের রাজধানী খেরসন শহরের অবস্থান নিপ্র নদীর পশ্চিম তীরে। এই অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়া মানেই নিপ্রো নদীর পূর্ব পাড়ে রুশ সেনাবাহিনী অবস্থান করবে।
বুধবার সেনা প্রত্যাহারের সিধান্ত ঘোষণা করে রাশিয়ার সেনাবাহিনীর জেনারেল সার্গেই সুরোভিকিন জানান, খেরসন শহরে আপাতত কোনো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা সম্ভব নয় । রুশ সেনাদের প্রাণ রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগু খেরসনে মোতায়েন থাকা রুশ সেনাদের ফিরে আসার নির্দেশ দেন।
যদিও এই পদক্ষেপটি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য পশ্চাদপসারণ তবুও বিশিষ্ট ইউক্রেনের উপদেষ্টারা এই পদক্ষেপটি ভবিষ্যতের জন্য কী ইঙ্গিত দিতে চলেছে সেই বিষয়ে সতর্ক রয়েছেন।