তিয়াশা ভক্তাঃ কমেডি জগতে এক উজ্জ্বল নক্ষত্র পতন। দীর্ঘ একমাস মৃত্যুর সাথে লড়াই করে হার মানলেন রাজু শ্রীবাস্তব (RajuSrivastav)।
এই বছরই ১০ ই আগস্ট দক্ষিণ দিল্লিতে থাকাকালীন একটি জিমে ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন রাজু শ্রীবাস্তব। তার পরই পড়ে যান। জানা যায় হার্ট অ্যাটাকেই এই বিপত্তি। তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় AIIMS হাসপাতালে। ওই দিনই তার এনজিওপ্লাস্টি করানো হয়।
১৯৮০ সালের শেষ দিকেই তার বিনোদন জগতে যাত্রা শুরু। ২০০৫ সালের ‘ গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ ‘ এ অংশগ্রহণের পরই তিনি স্বীকৃতি পান বিনোদন মহলে। সাথে সাথে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন নেটিজেনদের কাছে। বিগ বস সিজন – এও তাকে দেখা যায়। ‘আমদানি আট্ঠান্নি খারচা রুপাইয়া ‘, ‘ মেইনে প্যায়ার কিয়া ‘ , ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ ‘ এরকম বেশ কিছু বড়ো পর্দায় তাকে অভিনয় করতে দেখা যায়।
মাত্র ৫৮ বছর বয়সে তার এই চলে যাওয়াতে শোকাহত সারা দেশ।