স্নিগ্ধা হালদারঃ আর মাত্র কয়েকটা ঘণ্টা। বদল হচ্ছে রাজপথের। সূচনা হবে কর্তব্যের। ব্রিটিশ আমলের ঔপনিবেশিক মানসিকতার ‘রাজপথ’ (Rajpath) স্বাধীনতার ৭৫ বছর পর পরিবর্তন হল ‘কর্তব্য পথ’ এ। আজ সন্ধ্যে ৭ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া দিল্লির সেন্ট্রাল ভিস্তা লন থেকে ইন্ডিয়া গেট অবধি রাস্তা (‘কর্তব্য পথ’) (Kartavya Path) উদ্বোধন করবেন।
কেন এই পরিবর্তন ?
বেশ কয়েকবছর ধরেই রাজপথে পর্যটকদের আনাগোনা বাড়ছিল। ফলে যানজট লেগেই থাকত। এই সমস্যা সমাধানের জন্য সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সূচনা করা হয়। প্রায় ২ কিমি দৈর্ঘ্যের সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ কে নতুন করে সাজানো হয়েছে। পর্যটকদের হাঁটার জন্য লাল গ্রানাইট এর ওয়াকওয়ে, রাস্তার দুপাশে খাবার স্টল, বন সৃজন, পাবলিক টয়লেট, পার্কিং স্পেস সহ বসার বেঞ্চ করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯১১ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হলে, ১৯২০ সালে এই রাস্তাটি তৈরি করেন পঞ্চম জর্জ। রাস্তাটির নাম দেওয়া হয় ‘কিংস ওয়ে ‘। ১৯৪৭ এর স্বাধীন ভারতে হিন্দিতে যার তর্জমা করে এর নাম রাখা হয় ‘ রাজপথ ‘। দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার স্বাধীনতার ‘অমৃত মহোৎসব । যার মূল লক্ষ্যই হল নতুন ভারত গড়া। তাই ঔপনিবেশিক মানসিকতার প্রতীক ‘রাজপথ’ এর নামকরণ বদল আক্ষরিক অর্থেই ঐতিহাসিক।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ