ওয়েব ডেস্কঃ কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের জেরে উত্তাল বিহার। জায়গায় জায়গায় বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেশ কিছু জায়গা। বাতিল করা হল ২২ টি ট্রেন। পাশাপাশি ৬ টি ট্রেনের রুট ও বদলে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
- BECIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
- অগ্নিপথ স্কিমে কয়েক হাজার সেনা কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
‘অগ্নিপথ’ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করা হবে এমনটাই গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার ঘোষণা করে। আজ সকাল থেকেই ছপরা, বক্সার, বেগুসরাই, নওয়াদা, আরা, মুঙ্গের এর মত জায়গায় বিক্ষোভ শুরু হয়। জাতীয় সড়কের পাশাপাশি রেল ও অবরোধ করা হয়।
বাতিল করা হয় – সহরসা-পটনা এক্সপ্রেস, লহেরিয়াসরায়-সহরসা প্যাসেঞ্জার স্পেশাল, সমস্তিপুর-সোনপুর প্যাসেঞ্জার স্পেশাল, দানাপুর-রঘুনাথপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল, গয়া-পটনা প্যাসেঞ্জার স্পেশাল, সহরসা-সমস্তিপুর প্যাসেঞ্জার স্পেশাল, জয়নগর-দ্বারভাঙা প্যাসেঞ্জার স্পেশাল, পটনা-ডিডিইউ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, মণিহারী-জয়নগর এক্সপ্রেস, রঘুনাথপুর-পটনা মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ভভুয়া রোড-পটনা এক্সপেস সহ আরও কিছু ট্রেন।
প্রসঙ্গত, ‘অগ্নিপথ’ প্রকল্পে ৪ বছর মেয়াদে চুক্তিভিত্তিক সেনা নিয়োগ করা হবে। নাম দেওয়া হয়েছে – অগ্নিবির। এই অগ্নিবিরদের মধ্যে মাত্র ২৫ % কে সেনায় নিয়োগ করা হবে। বাকিদের এককালীন টাকা দিয়ে অবসর দেওয়া হবে। সেক্ষেত্রে পেনশন ও পাওয়া যাবে না।