সৌমি ঘোষ: ছবির প্রমোশন হোক বা বিজ্ঞাপন সংস্থার অনুষ্ঠান- কলকাতা মেট্রোয় এখন অবাধ সুবিধা। মেট্রোতে একসময় ছবি তোলাও নিষিদ্ধ ছিল। সেই মেট্রোই এবার আয় বাড়াতে নিল নয়া পদক্ষেপ। স্টৈশন চত্বরে আপনি চাইলে করতে পারেন সিনেমার প্রচার থেকে বিজ্ঞাপনী অনুষ্ঠান। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন এই তথ্য।
কিছুদিন আগেই দেব-রুক্মিণীর কিশমিশ ছবির একটি ভিডিও ভাইরাল হয় সোসাল মিডিয়ায়। সেখানে নায়ক- নায়িকা সহ টিমের সকলকে মেট্রোর মধ্যে সিনেমার গানে নেচে উঠতে দেখা যায়। দর্শকদের মন জয় করে নেয় ভিডিওটি। কলকাতা মেট্রো নিয়ে কলকাতাবাসী আবেগে ভাসেন তাই অনেক গানের শুটিং দৃশ্য করা হয় মেট্রোর মধ্যে। এবার থেকে এই শুটিংয়ের জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছ থেকে অর্থের বিনিময়ে অনুমতি পাওয়া যাবে।
প্রচারের জন্য কলা কুশলীরা আলাপচারিতা করতে পারেন মেট্রো যাত্রীদের সাথে এমনকি স্টেশন চত্বরে ছোট ছোট কিয়স্ক খোলার অনুমতি দেওয়া হয়েছে। ইস্ট-ওয়েস্ট সব মেট্রো স্টেশনে কিয়স্কের ছাড়পত্র পাওয়া গেলেও দমদম মেট্রো স্টেশন এই আওতার বাইরে থাকবে। প্রতি কিয়স্ক পিছু ২০ স্কোয়ারফুট জায়গা বরাদ্দ থাকবে। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক চুক্তিতে কিয়স্কের জন্য মেট্রো কর্তৃপক্ষকে দিতে হবে টাকা। কলকাতার গর্ব আর মানুষের আবেগ কলকাতা মেট্রো। প্রচুর মানুষ প্রতিদিন মেট্রো মারফত যাতায়াত করেন, তাই জনসংযোগের আরো একটা রাস্তা খুলে গেল এই নির্দেশিকায়। এছাড়া একটা বড়ো অংশের লাভের অঙ্ক দেখতে পাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।