মৌপিয়া মাইতি: বর্জ্য পদার্থ কে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্তরে পরীক্ষা নিরীক্ষা চলছে। কিছুদিন আগেই কেন্দ্রের পক্ষ থেকে হরিয়ানার পানিপথে ২G ইথানল প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। এবার বর্জ্য পদার্থ থেকে গ্রিন এনার্জি তৈরির লক্ষ্যে সামিল হল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান প্রেট্রোলিয়াম(#HPCL)।
হিন্দুস্তান প্রেট্রোলিয়াম এর উদ্যোগে গোবর-ধন যোজনা প্রকল্পে গোবর থেকে কম্প্রেসড বায়োগ্যাস বানানোর প্ল্যান্ট এর উদ্বোধন হল রাজস্থানের জালোর জেলার পাথমেডা গ্রামে। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রতিদিন প্রায় ১০০ টন গোবর থেকে বায়োগ্যাস উৎপন্ন করবে এই প্ল্যান্ট । জানা গেছে, আগামী ১ বছরের মধ্যেই পুরোদমে কাজ শুরু করবে এই প্ল্যান্ট ।
গবাদি এবং অন্যান্য অরগানিক বর্জ্য পদার্থ থেকে সম্পদ তৈরির পাশাপাশি স্বচ্ছ ভারত মিশন(গ্রামীণ) এ ওয়েস্ট ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এই প্ল্যান্ট, এমনটাই সুত্রের খবর।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ