সন্তু সামন্তঃ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর! ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন কনজারভেটিভ পার্টির লিডার হিসেবে পদত্যাগ করলেন।
তবে তিনি জানিয়েছেন, যতদিন না নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন ততদিন তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন। ব্রিটেনের সংবাদ সংস্থা সূত্রে খবর, পার্লামেন্টের সদস্যদের ক্রমাগত রাজনৈতিক চাপে তিনি বাধ্য হলেন পদত্যাগের সিদ্ধান্ত নিতে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই তার পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। লকডাউনের সময় নিয়মভঙ্গ সহ বরিসের আচরণ নিয়ে তার দলের সদস্য থেকে মন্ত্রিসভার অনেকেই বিরক্ত। মন্ত্রিসভার মোট ৩৮ জন মন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন। তবে গতকালই বরিস জনসন জানিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন না, কারণ দেশবাসী এই মুহূর্তে নতুন করে নির্বাচন চায় না। কিন্তু টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে রাজকোষের চ্যান্সেলর ঋষি সুনক পদত্যাগ করায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি আরও জোরালো হয়ে ওঠে। এখন বরিস জনসনের পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা – এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
লকডাউনের সময় ঋষি সুনকের জনহিতকর সিদ্ধান্তের ফলে ব্রিটিশবাসীর কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে কি তিনিই হতে চলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী ? এই সম্ভাবনার উত্তর পাওয়া যাবে আর কয়েক দিনের মধ্যেই।