দেবস্মিতা দলুই : পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই, আজ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
জানা গেছে, ভোট গণনা করা হবে তার ঠিক তিন দিন পর অর্থাৎ, ২১ জুলাই।
বর্তমান রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোভিন্দের কার্যকাল আগামী ২৪ জুলাই শেষ হবার কথা। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হবার আগে থেকেই পরবর্তী রাষ্ট্রপতির জন্য নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত করা হয়। সেই অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত করা হবে। সূত্রের খবর, ২০২২ সালে রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার সংখ্যা থাকবে ৪৮০৯ জন।
প্রসঙ্গত, ২০১৭ সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছিল ১৭ জুলাই এবং বিজয়ী ঘোষণা করা হয়েছিল তার ঠিক তিন দিন পর অর্থাৎ, ২০ জুলাই।