সুদীপ ঘোষঃ দেশের রাজধানী জুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ, প্রাণ বাঁচাতে বাসভবন ছেড়ে পালিয়ে গেলেন শ্রীলঙ্কার (Sri Lanka) রাষ্ট্রপতি (President) গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। আজ সকাল থেকেই দ্বীপরাষ্ট্রের জনগন কলম্বো শহরে রাষ্ট্রপতি বাসভবনের উদ্দ্যেশে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মিছিল শুরু করেন।
রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভ ফেটে পড়েন সাধারণ জনগন। রাষ্ট্রপতি ভবনের ভিতরের ঢোকার চেষ্টাও করেন। অবস্থা বেগতিক দেখে নিরাপত্তা কর্মীদের সহায়তায় রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে যান জি রাজাপক্ষে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক ডামাডোল চলছে দারুচিনির দ্বীপে। প্রচণ্ড অর্থনৈতিক দুরাবস্থার মধ্যে জীবন কাটাছেন সেদেশের মানুষ। জ্বালানি তেল, বিদ্যুৎ, শস্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাব চরমে উঠেছে। এই দুর্দশা পূর্ন লঙ্কাকান্ড শুরু হয় গত বছরের শেষের দিক থেকে।
অর্থনীতি ডুবে যাওয়ার দায় ভার নিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী (Prime Minister) এম রাজাপক্ষে যিনি এই রাষ্ট্রপতির-ই ভাই। নতুন প্রধানমন্ত্রী হিসাবে পদে বসেন প্রাক্তন প্রধানমন্ত্রী রেনিল বিক্রমসিংহ। কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি এতটায় জটিল যে নতুন প্রধানমন্ত্রীর পক্ষেও সময় সাপেক্ষ। তাই এই রকম চরম অবস্থার জন্য রাষ্ট্রপতির উপরও ক্ষোভ বাড়তে থেকে মানুষের। তার পদত্যাগের দাবিতেই আবার ব্যাপক আন্দোলন শুরু হয়।