তিয়াশা ভক্তাঃ বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য সাড়া বছর বিশ্বজুড়ে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। তবে এই পুরস্কার একটু ব্যতিক্রমী, কারণ যিনি পুরস্কৃত হলেন তিনি বিনোদন জগতের নয় বরং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই বেশি পরিচিত। এমি পুরস্কারে সম্মানিত হলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা (Barack Obama)। নেটফ্লিক্সের (Netflix) ডকুমেন্টারি সিরিজ ‘ আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক ‘ (Our Great National Park) এর অনবদ্য গল্পকথক হিসাবে তাঁর এই প্রাপ্তি।
বিশ্বের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণীর ওপর পাঁচ অংশের এই ডকুমেন্টারি সিরিজ ‘ আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক’। প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা ও তাঁর সহধর্মিণী মিশেল ওবামার প্রোডাকশন কোম্পানি হায়ার গ্রাউন্ড এর তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই সিরিজ।
ডেডলাইন ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এর আগে টিভি শো ‘ ডেভিড অ্যাটেনবরো মিটস প্রেসিডেন্ট ওবামা ‘ র জন্য নিউজ ও ডকুমেন্টারি বিভাগে এমি পুরস্কারের জন্য ওবামা মনোনীত হয়েছিলেন। তবে সেবার পুরস্কৃত না হলেও এই বছর ‘ আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক ‘ এর জন্য তিনি সম্মানিত হলেন।
এর আগে ১৯৫৬ সালে দি টেলিভিশন অ্যাকাডেমি থেকে সাম্মানিক গভর্নর এর সম্মান পেয়েছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডুইট আইচেনহাওয়ার। তাই ওবামা হলেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি বিনোদন জগতের অ্যাওয়ার্ড পান। তবে তিনিই প্রথম রাষ্ট্রপতি যিনি এমি অ্যাওয়ার্ড পেলেন।
প্রসঙ্গত, বারাক ওবামা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম রাষ্ট্রপতি। ২০০৯-২০১৭ পরপর টানা দুবার রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। এমি পুরস্কারে সম্মানিত হওয়ার পর নেটফ্লিক্স সহ সাড়া বিশ্বের অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় বিশেষভাবে সম্মানিত হয়েছেন ওবামা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ