পায়েল খাঁড়াঃ- প্র্যাঙ্ক করতে গিয়ে ভয়ানক বিপদের মুখে প্রাঙ্কস্টার গ্রুপ। বিপদজনক প্রাঙ্ক ভিডিও বানানই যারা প্রসিদ্ধ তারাই পরল ভয়ানক প্রাঙ্ক কের মধ্যে।
ইউটিউবে প্রাঙ্ক ভিডিও বানানোর জন্য ইতিমধ্যেই শিরোপার মুকুট এসেছে তাদের মাথায়। লক্ষাধিক ভিউয়ার্স ও ফলোয়ার্স এর কারণে ইউটিউব গোল্ড প্লেবাটন, সিলভার প্লে বাটন পেয়েছে তারা।
মুম্বাই শহরে অনুষ্ঠিত ইউটিউব ফ্যানফেস্টে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাসিত তারা। সেই আনন্দকে উপভোগ করার জন্যই তারা এসে হাজির হয়েছে কলকাতার শতাধিক প্রাচীন রাজবাড়ীতে, আর সেখান থেকেই সূত্রপাত সেই ভয়ানক মারণ খেলা।
সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত বাংলা ওয়েব সিরিজ “প্র্যাঙ্কেনস্টাইন” এর প্রথমেই দেখা মিলল সেই কাহিনী। সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত সিরিজটি মুক্তি পেল ‘ ক্লিক’- এ।
” দ্যা মিল্কিওয়ে” প্রযোজনা সংস্থার তৈরি এই সিরিজটিতে অভিনয়ে রয়েছেন দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুন্ডু, রেমো আরো অনেকে। সিরিজটি সম্পূর্ণএকটি সাইকোলজিকাল থ্রিলার গল্প। গল্পের প্রতিটি মোড় রহস্যই মোড়া, তার জোট ধীরে ধীরে খুলছেন পরিচালক।
সিরিজের প্রথমে দেখা মিলেছে প্র্যাংকস্টার এর চারজন সদস্য আনন্দ করতে রাজবাড়ীতে গিয়েছিল, সেখানেই রাতে তারা থাকবে বলে ঠিক করে। অনুষ্ঠান চলাকালীন খাবার আনতে দুজন পুরুষ সদস্য বাইরে যায়। দুটি মেয়ে বাড়িতেই থাকে। ছেলে গুলি ফিরে এসে দেখে তাদের সঙ্গীরা ভয়ে জড়সড় হয়ে বসে আছে আর তাদের সামনে বসে একজন পৌঢ়।
তাকে দেখে সবার চোখ কপালে কারণ পৌঢ় একজন ছাপোষা মধ্যবিত্ত বাঙালির মতো লাগলেও ,তার হাতে রয়েছে পিস্তল। পৌঢ় জানাই সেও প্রাঙ্ক স্টারের একজন একনিষ্ঠ ভক্ত, এবং সে তাদেরকে একটি প্র্যাঙ্ক করার প্রস্তাব দেয়, প্রথমে তারা রাজি না হওয়ায় পৌঢ় তাদের ভয় দেখায় ।
কোন পথ খোলা না পেয়ে তার কথা সবাই রাজি হয়। এবং একজন থাকে বৃদ্ধের কাছে বন্দী হয়ে। বাকিরা পৌঢ় এর নির্দেশে প্রাঙ্ক করতে গিয়ে ঘটিয়ে ফেলে এক ভয়ানক দুর্ঘটনা ।
আতঙ্কিত হয়ে তারা পৌঢ় এর কাছে ফেরত এলে বুঝতে পারে তারা কোনো চক্রান্তের শিকার। পালাবার কোন রাস্তা না পেয়ে অগত্যা পৌঢ় এর কথা মতন তাদের দ্বিতীয় প্রাঙ্ক করতে গিয়ে আবারও সেখানে একজনের মৃত্যু ঘটে যায়।
এরপরেই আসে সিরিজের আসল চমক। যেখানে বৃদ্ধ সবচেয়ে ভয়ানক প্রাঙ্কটা খেলেন যা প্রাঙ্কস্টার গ্রুপের কাছে অকল্পনীয়। আদতেই কি তারা মুক্তি পাবে এই মরণ ফাঁদ থেকে, নাকি এই রাতই তাদের কাছে হবে শেষ রাত।