সন্তু সামন্তঃ রোগ নিরাময়ে আগের থেকে অনেক বেশি অত্যাধুনিক হয়েছে মেডিক্যাল সায়েন্স। কিন্তু এখনও ক্যানসার (Cancer) সম্পর্কে আপামর জনগণের ধারনা কমবেশি এমনই – “ক্যানসার যার নেই কোনও আনসার”। ব্যায়সাধ্য চিকিৎসা এই ধারণার অন্যতম কারণ।
তাই ক্যানসার চিকিৎসা সহজলভ্য করে তোলার জন্য সরকারি স্তরে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যার নবতম সংযোজন নিউ চণ্ডীগড়ের মুলানপুরে (Mullanpur, New Chandigarh) ‘হোমি ভাবা ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার’ (Homi Bhabha Cancer Hospital & Research Centre) এর উদ্বোধন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এই হাসপাতাল উদ্বোধন করবেন। সুত্রের খবর, অত্যাধুনিক পরিষেবা দেওয়ার জন্য এই হাসপাতাল তৈরি করতে খরচ হয়েছে ৬৬০ কোটি টাকা।
রাজ্যগুলিতে স্টেট ক্যানসার ইন্সটিটিউট এবং টেরিটরি কেয়ার ক্যানসার সেন্টার গড়ে তলার জন্য ২০১৯ সালে “Strengthening of Tertiary Care Cancer facilities Scheme” এর সূচনা করেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্য এবং কেন্দ্রের যৌথ খরচে এই প্রকল্পে প্রায় ১১১ কোটি টাকা ব্যায়ে পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে তিনটি সেন্টার– বর্ধমানের সরকারি মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ এবং কলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ। উল্লেখ্য, কিছুদিন আগেই চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
প্রসঙ্গত, ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম এর অধীনে মোট ২৭ টি আঞ্চলিক ক্যানসার সেন্টার দেশে ইতিপূর্বেই তৈরি করা হয়েছে, রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে (২০১৯) এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের স্টেট মিনিস্টার অশ্বিনী কুমার চৌবে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ