সুদীপ ঘোষঃ ভারতের সব চেয়ে বয়স্ক বাঘ (Oldest Tiger) রাজার (Raja) মৃত্যু হল। ২৫ বছর বয়সী উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া (Jaldapara)জাতীয় উদ্যানের এই বাঘের দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল সাউথ খয়েরবেরী রেসকিউ সেন্টারে। এই বাঘের মৃত্যুর খবরে শোকের বার্তা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে।
২০০৮ সালে এই বাঘটিকে খয়েরবেরি রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়েছিল । তখন সে কুমিরের সাথে সংঘর্ষের ফলে প্রায় ১০টি আঘাতে ক্ষতবিক্ষত ছিল। তারপর বনবিভাগের বিশেষজ্ঞদের শুশ্রূষায় প্রায় ১৫ বছর বেচেঁ ছিল। এই বাঘের মৃত্যুর খবর ও ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। নেটিজনেরা শোকবার্তা দিচ্ছেন নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে।