স্নিগ্ধা হালদারঃ দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachur) । আজ রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড় দায়িত্ব গ্রহণ করলেন । তিনি ২০২৪ সালের ১০ ই নভেম্বর পর্যন্ত এই দায়িত্বভার সামলাবেন।
গত অক্টোবর মাসেই চন্দ্রচূড়কে নিজের উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছিলেন সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (U U Lolit)। তিনি মাত্র ৭৪ দিন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৫৯ সালের ১১ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেছিলেন । এরপর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি এবং হার্ভাড আইন বিশ্ববিদ্যালয় থেকে এল এল এম এবং ডক্টরেট করেছিলেন।
বিচারপতি চন্দ্রচূড়ের পিতা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারতের ১৬ তম প্রধান বিচারপতি ছিলেন। ডি ওয়াই চন্দ্রচূড় ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি বম্বে হাইকোর্টের সাথেও যুক্ত ছিলেন। তিনি ২০১৬ সালে শীর্ষ আদালতের বিচারক হন। বলা বাহুল্য, দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় ধরে বিচারব্যবস্থার সঙ্গে তিনি যুক্ত।
President Droupadi Murmu administered the oath of office to Justice DY Chandrachud as the 50th Chief Justice of India at Rashtrapati Bhavan.