ওয়েব ডেস্কঃ কিম জং উন বৃহস্পতিবার তার দেশ উত্তর কোরিয়াকে কোভিড-১৯ মুক্ত দেশ হিসাবে ঘোষণা করলেন। তার বোন কিম ইয়ো জং জানান কিম ও জ্বরে ভুগছিলেন। উত্তর কোরিয়ায় মহামারীর জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করে তাদের বিরুদ্ধে মারাত্মক প্রতিশোধ নেওয়ার শপথ নেন কিম জং উন।
যদিও উত্তর কোরিয়ার তরফ থেকে কোভিড আক্রান্তের সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি এবং এটি তাদের কোভিড পরীক্ষার গাফিলতির বলেই মনে করছে স্থানীয় সংবাদ সংস্থা । শুধুমাত্র জ্বরের রোগীর সংখ্যা জানিয়েছে কিম উনের দেশ যা প্রায় ৪.৭৭ মিলিয়ন। কিন্তু ২৯ জুলাই পর্যন্ত নতুন করে কোন সংক্রমন নথিভুক্ত হয়নি।
রাষ্ট্রীয় সম্প্রচারকদের ফুটেজ অনুসারে, বুধবার হাজার হাজার মাস্কবিহীন কর্মকর্তাদের মাঝে বসেই কিম তার একটি বক্তৃতায় এই কোভিড জয়ের কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, ভারতে এখনও কোভিড কাঁটা পুরোপুরি নির্মূল হয়নি। ইউনিয়ন হেলথ মিনিস্টারির তথ্য অনুযায়ী ভারতে কোভিডের নতুন সংক্রমন প্রায় ১৬,০৪৭। মোট সংক্রমন প্রায় ৪,৪১,৯০,৬৯৭। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৪ এবং এখন অবধি গড় মৃতের সংখ্যা ছুঁয়েছে ৫,২৬,৮২৬। ভারতের এখন অ্যাক্টিভ রোগীর ১,২৮,২৬১ জন। সম্প্রতি ভারতের সুস্থতার হার ৯৮.৫০%। গত ২৪ ঘণ্টায় ১৯,৫৩৯ জন সুস্থ হয়ে এখনও অবধি মোট সুস্থের সংখ্যা ৪,৩৫,৩৫,৬১০ জন।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০৮ জন ও সুস্থ হয়েছেন ৮২২ জন এবং মৃতের সংখ্যা ৫ জন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ