ওয়েব ডেস্কঃ এবার সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দিলেন উত্তর কোরিয়ার (NorthKorea) একচ্ছত্র নেতা কিম জং উন (Kim Jong Un)। মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার সঙ্গে যে মিলিটারি দ্বন্দ্ব রয়েছে তাঁর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া তাদের পরমাণু (nuclear weapons) অস্ত্র ব্যবহার করতে দুবার ভাববে না, জানিয়েছেন কিম।
আমাদের আর্মড ফোর্স যে কোনও বিপদে সম্পূর্ণ প্রস্তুত এবং মিশন অনুযায়ী আমাদের পরমাণু অস্ত্র ঠিকভাবে তাঁর কর্তব্য পালন করতে সক্ষম, উত্তর কোরিয়ার এক সরকারি ভাষণে এমনটাই জানিয়েছেন কিম। তিনি আরও জানান, আমেরিকা আর দক্ষিণ কোরিয়া নিয়মিত সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে, অথচ উত্তর কোরিয়ার রুটিন সামরিক কার্যকলাপকে তারা উস্কানি বা হুমকি বলে দাবি করে।
প্রসঙ্গত গত মে মাসেই দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হয়েছেন ইউন সুক ইওল। ক্ষমতায় আসার পর থেকেই দক্ষিণ কোরিয়ার সামরিক জোটকে ক্রমান্বয়ে শক্তিশালী করেছেন ইওল। কিমের এই হুমকির পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে, তারা যেকোনোও মূল্যে জাতি নিরাপত্তা ও নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করবে। পাশাপাশি পরমাণু নিরস্ত্রীকরণের জন্য উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে বসার জন্যও আহ্বান জানানো হয়েছে।
তবে উত্তর কোরিয়ার একচ্ছত্র নেতার পরমাণু যুদ্ধের হুমকি এশিয়া তে নতুন করে ঠাণ্ডা যুদ্ধের পরিস্থিত তৈরি করে দিতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ