সঞ্জয় বৈরাগীঃ দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠবারের মতো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পিয়ংইয়ং এর। চলতি বছরে প্রায় ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিং জং উন এর দেশ। বৃহস্পতিবার, ৬ই অক্টোবর উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে অর্থাৎ জাপান এর অভিমুখে দুটি মাঝারীপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (IRBM) ছুড়েছে।
বেশ কয়েক বছর ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক একেবারে তলানীতে। আর এরইমধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের এই নতুন সংঘাত,এই অঞ্চলের পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে।
উত্তর কোরিয়ার এই আচরণে নিন্দায় সরব হয় রাষ্ট্রপুঞ্জ সহ দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকা।জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়- “বৃহস্পতিবার প্রথম ক্ষেপণাস্ত্রটি সম্ভবত প্রায় ১০০ কিলোমিটার উচ্চতা এবং ৩৫০ কিলোমিটার রেঞ্জে উড়ছিল, যখন দ্বিতীয়টির আনুমানিক উচ্চতা ৫০ কিলোমিটার (৩১.০৭মাইল) এবং 800 কিলোমিটার জুড়ে ছিল। দুটি মিসাইল অনিয়মিত গতিপথে উড়ছিল বলেও এই বিবৃতিতে জানানো হয়।
বিশেষজ্ঞদের মতে, বুধবার গভীর রাতে মার্কিন রণতরীর দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করা ও মার্কিন উপরাষ্ট্রপতি এবং দক্ষিণ কোরিয়ার জয়েন্টে চিফ অফ ডিফেন্স স্টাফ এর দুই দেশের মাঝে ডিএমজি জোনে যাবার পাল্টা প্রতিক্রিয়া হিসাবেই উত্তর কোরিয়ার এই পদক্ষেপ।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার তরফ থেকে জাপানের অভিমুখে মিসাইল নিক্ষেপ এর ঘটনার পর, আমেরিকা পুনরায় জাপানের প্রতিরক্ষার জন্য তার নৌবহর মজুদ করেছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ