সুদীপ ঘোষঃ বড়সড় রদবদল হল রাজ্যের মন্ত্রিসভার। নতুন ৯জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। আজ বিকালে রাজভবনে মুখ্যমন্ত্রী,মুখ্যসচিব, বিধানসভার অধ্যক্ষ সহ একাধিক অতিথির উপস্থিতিতে তাদের শপথ বাক্য পাঠ করান অস্থায়ী রাজ্যপাল লা গণেশান।
মোট ৫ জন পূর্ণমন্ত্রী পেলেন নতুন দায়িত্ব। নতুন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন বালিগঞ্জের উপনির্বাচনে জিতে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, জঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, পূর্ব বর্ধমানের বিধায়ক প্রদীপ মজুমদার ও উত্তরবঙ্গের উদয়ন গুহ।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন ঝাড়গ্রামের বীরবাহা সাতরা ও বিপ্লব রায় চৌধুরী। আর প্রতিমন্ত্রী হয়েছেন ২জন নতুন মুখ। তারা হলেন সত্যজিৎ বর্মন ও তাজমুল হুসেন। নতুন মন্ত্রীদের জন্য নির্দিষ্ট দপ্তর শ্রীঘ্রই ঘোষণা করা হবে।
রাজ্য মন্ত্রী সভার রদবদলের খবর আগেই জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই শুরু হয়েছিল গুঞ্জন কোন কোন নতুন মুখ আসতে চলেছে মন্ত্রী সভায়। অনেক বর্তমান মন্ত্রীর মন্ত্রিত্ব হারানোর জল্পনাও শুরু হয়েছিল। শেষমেশ সব জল্পনার অবসান হল। কোন মন্ত্রীই মন্ত্রিত্ব হারালেন না । আরও নতুন ৯জন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্থান পেলেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ