সুদীপ ঘোষ: চিনে বাদাম খেতে খেতে উপভোগ করার মতো মিষ্টি প্রেমের গল্প আসছে সিনেমার পর্দায়। যশ দাশগুপ্ত ও এনা সাহা জুটির ভার্চুয়াল প্রেম কাহিনী সিনেমার পর্দায় মুক্তি পাবে আগামী ১০ ই জুন।
অভিনেত্রী এনা সাহার নিজের জেরেক এন্টারটেইনমেন্টস প্রযোজনা সংস্থার নিবেদনে আসছে এই সিনেমা। গতবছর লকডাউনের পরই শুরু হয়েছিল এই ফিল্মের কাজ।
আরও পড়ুন-
- এখন চাকরি পাবেন আপনিও
- ব্রেকিং নিউজ – ICDS এর ইন্টারভিউ শুরু ২৫ জুলাই থেকে
- সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে শিক্ষক নিয়োগ
- কলকাতার বিচার ভবনে ক্লার্ক নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
লং ডিসটেন্স রিলেশনশিপ দিয়ে শুরু হবে সিনেমা গল্প। অভিনেতা যশ এই মুভিতে প্রযুক্তিবিদের চরিত্রে ধরা দেবেন। সম্পর্কের দূরত্ব ও একাকীত্বকে দূর করতে তিনি তৈরি করবেন বন্ধুত্ব গড়ার “চিনে বাদাম” মোবাইল অ্যাপ। তারপর প্রযুক্তি সেন্টারের ব্যস্ততা ও ব্যবসায়িক চাপ দুজনের প্রেমের বিচ্ছেদ ঘটায়। আর শেষে ,নিজেদের তৈরী “চিনে বাদাম”- এর মাধ্যমে মান-অভিমানের পালা মিটিয়ে আবার ফিরে আসার গল্প নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা।
এই ছবির পোস্টারে নায়ক- নায়িকার সাথে “চিনে বাদাম” ও লাভ সাইন দেখা যায়। যা দেখে অনেকেই অনুমান করেন যে শুধু লাভ স্টোরি আসছে। কিন্তু এই ছবির ট্রেলার প্রকাশের পর দেখা যায় যে প্রেমের গল্পের সাথে আছে ভার্চুয়াল জগতের সংমিশ্রণ। ভার্চুয়াল মাধ্যমের প্রেম ও ভালোবাসার গল্পের সিনেমা নিয়ে এখন ভার্চুয়াল মিডিয়াতে নেটিজনদের মধ্যে শুরু হয়েছে ভার্চুয়াল চর্চা।