স্নিগ্ধা হালদার: উৎসবের ছুটিতে অনেক পাহাড়প্রেমী মানুষই পাহাড়ে ভিড় জমিয়েছিলেন। আর এর মাঝেই ঘটল বিপত্তি। সিকিম, ভুটানসহ নেপালের একাধিক জায়গায় ধস নামার কারণে আটকে বহু পর্যটক। চলছে উদ্ধার কাজ।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভনার কথা জানিয়েছিলেন আবহাওয়া দপ্তর। জানা গেছে উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখাটি। তার জেরেই সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিসহ প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটানেও প্রবল বর্ষণ হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে অবস্থার উন্নতি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন।
পাহাড়ি এলাকায় বৃষ্টি হলেই ধস নামে । সম্প্রতি নেপালের মুক্তিনাথ দর্শনে গিয়েছিল বহু পর্যটক। তার মধ্যে বাঙালির সংখ্যায় বেশি। তারা জানান, কয়েকদিন ধরেই সেখানে টানা বৃষ্টি হচ্ছে, এর ফলে এমন অঘটন ঘটেছে। নেপালের মুস্তানি জেলায় ধস নেমেছে। একাধিক জায়গায় দাঁড়িয়ে বহু পর্যটকদের গাড়ি, বাইকার ও ট্রেকিং যাওয়া বহু মানুষ। তারা পর্যাপ্ত জল ও খাবারও পাচ্ছেন না। এছাড়া এভারেস্ট অভিযানে গিয়ে নেপালের বেস ক্যাম্প মান্থলীতে আটকে পড়েছে প্রায় দুই হাজার বিভিন্ন দেশের অভিযাত্রী।
নেপাল সরকারের তরফে বিপর্যয় মোকাবিলা দল পর্যটকদের উদ্ধারের চেষ্টা করছে। মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে।পাশে রয়েছে হাম রেডিও। ইতিমধ্যে হাম রেডিও ক্লাবের সদস্যরা ৮৬জন বাঙ্গালী পর্যটককে নিরাপদে উদ্ধার করেছেন। রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস আকাশবাণীকে জানান কোনো হতাহতের খবর নেই । সবাই নিরাপদে আছেন। এছাড়া NBSTC শিলিগুড়ি কলকাতা গামী বাসেরও ব্যবস্থা করেছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ