সাগরিকা সাঁফুইঃ ভারতের অনেক শিল্পসামগ্রী চুরি গিয়েছে ব্রিটিশ আমলে। ভারতের সংস্কৃতি, আবেগ ও শিল্প নৈপুণ্য থাকা এমন বহু সামগ্রী আজও বিদেশের মাটিতে শোভা পাচ্ছে। ব্রিটিশ আমলে চুরি যাওয়া এমন অনেক কিছুই ভারতের উদ্যোগে এর আগে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এবার একসঙ্গে ৭ টি সামগ্রী ফিরে পাবে ভারত। আর সেই উদ্যোগের মূল হোতা ভারত ও ব্রিটিশ হাই কমিশন।
যে ৭ টি পুরাকীর্তি ভারতে ফিরে আসবে তার মধ্যে রয়েছে –
১) চতুর্দশ শতাব্দীর ইন্দো-পার্সিয়ান তলোয়ার
২) খোদাই করা পাথরের দরজার ফ্রেম
৩) একটি কাঠের দুর্গামূর্তি,
৪) কালো পাথরের তৈরি সূর্যমূর্তি এবং
৫) পাথরের তৈরি একটি মানুষ ও সারমেয় মূর্তি।
সূত্রের খবর অনুযায়ী, ১৯ শতকে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলি থেকে ৬ টি বস্তু চুরি করা হয়। এদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন প্রাচীন মন্দিরগুলি থেকে নেওয়া হয়েছিল। আর একটি চুরি করার পর অবৈধভাবে কেনা হয়েছিল। গ্লাসগো লাইফ থেকে জানানো হয়েছে, এই সামগ্রীগুলি উপহার হিসেবে তাদের সংগ্রহে রয়েছে।
প্রায় ১৮ মাস ধরে কথাবার্তা চলার পর ভারতীয় হাইকমিশনার সুজিত ঘোষের উপস্থিতিতে মালিকানা হস্তান্তরের ব্যবস্থা পাকা হয়েছে।