সুদীপ ঘোষঃ মুকুটমনিপুর হল বাঁকুড়া জেলার রানী। রাজ্যের অন্যতম এই পর্যটন কেন্দ্রে সারা বছরই লেগে থাকে পর্যটকদের ভিড়। বাঁকুড়া জেলার দক্ষিণ-পশ্চিম সীমান্তে ছোট পাহাড় পরেশনাথের কোলে কুমারী ও কংসাবতী নদীর মিলন স্থলে গড়ে উঠা এই ড্যাম পর্যটকদের জন্য খুব আকর্ষণীয়।
এবার সেই মুকুটমনিপুরের(#Mukutmanipur) কংসাবতী জলাধার (#KongshabatiRiver) থেকে জল ছাড়ার মনোরম দৃশ্য দেখতে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। আর সেই সুন্দর জল ছাড়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়েও।
গত কয়েকদিনে বাঁকুড়া ও পুরুলিয়ার বিস্তৃণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণে জলের চাপ বেড়েছে মুকুটমনিপুর জলধারাতে। সেই জলের চাপ সামাল দেওয়ার উদ্দেশ্যে রাজ্যের সেচ দপ্তরের নির্দেশে এই ব্যারেজের মূল গেটের ৪টি লক গেট দিয়ে মোট ১০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। আগামী কয়েকদিনে আরও জল ছাড়া হবে এই কংসাবতী জলাধার থেকে। আর মুল গেট দিয়ে জল ছাড়ার অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে ভীড় জমিয়েছেন পর্যটকরা। এই জল তরঙ্গের দৃশ্য ক্যামেরায় লেন্স বন্দী করছেন পর্যটকরা। দর্শকদের ভীড় সামাল দিতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। পুলিশের তরফে পর্যটকদের সুরক্ষার জন্য গেটের উপরে বাঁশের বেড়া ও সচেতনতার মাইকিং করা হচ্ছে।
উইকেন্ডের ছুটিতে কলকাতা অথবা অন্য জেলার প্রকৃতি প্রেমীদের বরাবরই পছন্দের ডেস্টিনেশন জল- জঙ্গল- পাহাড়ে ঘেরা বাঁকুড়ার মুকুটমনিপুর। মুকুটমানিপুরের ড্যামে নৌকা বিহার, পরেশনাথ পাহাড়ে ট্রেক, জিরো পয়েন্ট, বনপুকুরিয়া ডিয়ার পার্ক ও মুসাফিরানা উদ্যান পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। গত কয়েক বছরে পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে বাঁকুড়ার রানী মুকুটমনিপুরে । সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে হোমস্টে, হোটেল, রিসোর্ট, ক্যাফে ও রেস্টুরেন্ট। আগামী দিনে মুকুটমনিপুরে রোপওয়ে ও লাইট এন্ড সাউন্ড পরিষেবায় পরিকল্পনা রয়েছে রাজ্য পর্যটন দপ্তরের। করোনা মহামারী কাটিয়ে আবার পর্যটকদের ঢল নেমেছে কংসাবতী ব্যারেজে। পর্যটন শিল্পের জোয়ার আসায় মুকুটমনিপুরের পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটছে। পর্যটন শিল্পের হাত ধরে উন্নতি ঘটছে বাঁকুড়ার কুঠির শিল্পের।
গ্রীষ্মকাল বাদে সারাবছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে মুকুটমনিপুরে। তবে বর্ষা কালে আরও মোহময়ী রূপ ধারণ করে এই জলাধার। জলাধারের নীল জলের উপর খেলা করে সুন্দর প্রকৃতি। আর জল বাড়লেই মুল গেট দিয়ে জল ছাড়া হয় । আর সেই মনোরম দৃশ্য দেখার অপেক্ষায় থাকেন পর্যটকরা। । এই জল ছাড়ার দৃশ্য দেখে খুবই আনন্দিত ও খুশি মুকুটমনিপুরের পর্যটকরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জল ছাড়ার অপরূপ সুন্দর দৃশ্য।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ