তিয়াশা ভক্তাঃ ২০১৮ সালে নেওয়া উদ্যোগ নতুন করে বাস্তবায়িত হতে চলেছে আজই। রাজ্যবাসীর জন্য সুখবর নিয়েই আজ বিকাল ৪ টের সময় প্রধানমন্ত্রী আসবেন ভিডিও কনফারেন্সে। বিতরণ হবে আয়ুষ্মান কার্ড।
আজ থেকে ১০ বছর আগে আর্থিক ভাবে পিছিয়ে পড়া অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেওয়া ‘ মুখ্যমন্ত্রী অমৃতম’ (এমএ) প্রকল্প বেশ সারা ফেলেছিল রাজ্য জুড়ে। গুজরাটের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গুজরাটবাসীর জন্য নেওয়া তাঁর এই প্রকল্পের বিস্তার ঘটে ২০১৪ সালে নাম হয় ‘মুখ্যমন্ত্রী অমৃতম বাৎসল্য যোজনা’। যে সব পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার মধ্যে তারাই অন্তর্ভুক্ত হয় এই প্রকল্পের আওতায় ।
এই প্রকল্পের উৎসাহে ২০১৮ সালে তিনি সূচনা করলেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ( এবি – পিএমজেএওয়াই )। এটি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প। প্রায় ২.২ কোটি মানুষ সুবিধা পেয়েছেন এই প্রকল্পে। যেখানে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা বা বয়সের ঊর্ধ্ব সীমার নেই। যে কোনো রকমের চিকিৎসাতেই পরিবার পাবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা। এই প্রকল্পের আওতায় রয়েছে ১ হাজার ৬৬৯টি চিকিৎসার সুবিধা। ২০১৯ সালে ‘মুখ্যমন্ত্রী অমৃতম বাৎসল্য যোজনা ‘ প্রকল্পকে এই প্রকল্পের সাথে যুক্ত করে নাম দেওয়া হয় পিএমজেএওয়াই-এমএ প্রকল্প।
৫০ লক্ষ রঙিন আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে এই প্রকল্পে।’ মুখ্যমন্ত্রী অমৃতম বাৎসল্য যোজনা ‘ ও ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ‘ প্রকল্প ভুক্ত সকল গ্রাহকই পাবেন এই আয়ুষ্মান কার্ড। আজ বিকালে প্রধানমন্ত্রীর কার্ড বিতরনীর সূচনা পর্বের পরই শুরু হবে অনলাইন কেওয়াইসি (KYC ) প্রক্রিয়া। গ্রাহক পরিচিতি যাচাই হলেই জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের প্যানেলভুক্ত সংস্থাগুলি গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে এই কার্ড ।
| PM Narendra Modi to kickstart distribution of Pradhan Mantri Jan Arogya Yojana – Mukhyamantri Amrutam (PMJAY-MA) Ayushman cards |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ