স্নিগ্ধা হালদারঃ বাড়ির ছোট সদস্যরা হাতে পেন, পেন্সিল পেলেই দেওয়ালে আঁকিবুকি আঁকতে থাকে। আর বাড়ির বড়রা সকলেই বারণ করেন। কিন্তু এই বাড়ির দেওয়ালে এঁকেই বিশ্ব বিখ্যাত হলেন ব্রিটিশ শিল্পী মিস্টার ডুডুল (Mr. Doodle)।
তিনি তার বাড়ির অন্দরসজ্জা এক অভিনব শৈলী তুলে ধরলেন একটি ভিডিওর মাধ্যমে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তিনি তার সম্পূর্ণ বাসস্থানটি ডুডুল পেইন্টিং এর মাধ্যমে সাজিয়ে তুলেছেন। তিনি জানিয়েছেন, বাড়ির সম্পূর্ণ অংশ, ১২টি ঘর, সিঁড়ি, বিছানার চাদর, আসবাবপত্র,স্টোভ, রান্নাঘরের বেসিন এমনকি ওয়াশরুমের প্রতিটি কোনাতে তিনি ডুডুল পেইন্টিং করেছেন।
তিনি আরও জানিয়েছেন সম্পূর্ণ কাজটি করতে তার দুই বছর সময় লেগেছে। এছাড়া ৯০০ লিটার সাদা ইমালসন পেইন্ট, ৪০১ টি কালো স্প্রে পেইন্টের ক্যান, ২৮৬ বোতল কালো ড্রয়িং পেইন্ট, ২,২৯৬ টি পেন নিব লেগেছে।
মিস্টার ডুডুল এর আসল নাম হলো সাম কক্স (Sam Cox)। ১৯৯৪ সালে কেন্টে জন্মগ্রহণ করেন। তিনি ছোটো থেকেই আঁকতে ভালোবাসতেন। সাদা কাগজ বা বোর্ডের ওপর কালো পেন বা রঙ দিয়ে বিভিন্ন অবয়ব আঁকতেন। যা ডুডুল নামে পরিচিত। এরপর তিনি ২০১৭ সালে একটি ডুডুল পপ আপ শো এর মাধ্যমে নিজেকে মিস্টার ডুডুল নামে অভিহিত করেন।
সাম কক্স এর ছোটো থেকেই ইচ্ছা ছিল তিনি একটি বাড়ি কিনবেন এবং সেটিকে ডুডুল হাউস বানাবেন । তিনি এই বাড়িটি £১.৩৫ মিলিয়ন (প্রায় ১২.৫) কোটি টাকায় কেনেন ।তিনি জানিয়েছেন যে বাড়ির মালিক তাকে বাড়িটিকে ডুডুল হাউস না বানানোর জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু অবশেষে তিনি নিজের ছোটো বেলার স্বপ্ন পূরণ করতে পারেন।
তিনি একটি টুইটে জানান, তিনি তার বাড়িটিকে ডুডুল হাউস করতে পেরে খুব খুশী।তিনি নিজেই স্টপ মোসন ফ্লিম তৈরি করেছেন যাতে ১৮৫৭ টি পেইন্ট আছে এবং সেখানে ডুডুলগুলি বাস্তব কোনোটিই CGI নয়।
তিনি তার ডুডুল হাউসের ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন এবং সেখানেই সেটি ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ভিডিওটি ৭.৬ মিলিয়ন ভিউজ হয়েছে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ