সুদীপ ঘোষঃ- এবার রবি ঠাকুরের চরিত্রে পদ্মভূষণ প্রাপ্ত অভিনেতা ভিক্টর ব্যানার্জি। কবিগুরুর ১৬১তম জন্ম বার্ষিকীর প্রাক্কালে সারাদেশ জুড়ে মুক্তি পেল ভারত ও আর্জেন্টিনার দুই বিখ্যাত পরিচালকের যৌথ উদ্যোগের সিনেমা:- “থিংকিং অফ হিম”।
নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।
এই ছবিতে ভিক্টর ব্যানার্জি ছাড়াও রয়েছেন আরও এক বাঙালি অভিনেত্রী- রাইমা সেন। এই সিনেমার পরিচালক হলেন আর্জেন্টিনার বিখ্যাত পাবলো সিজার ও ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত সুরজ কুমার।
শোনা যায়, গুরুদেবের গীতাঞ্জলির ফরাসি অনুবাদ পড়ে গুণমুগ্ধ হয়েছিলেন আর্জেন্টিনার লেখিকা ওকাম্পো।
১৯২৪ সালে পেরুর স্বাধীনতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিশ্বকবি। তখন আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার সেবা করেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো। এই গল্প নিয়েই তৈরি হয়েছে সেই সিনেমা।