স্নিগ্ধা হালদার: ছট পুজোর আনন্দে মেতেছিল গুজরাটের অসংখ্য মানুষ। আর এর মধ্যেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। রবিবার সন্ধ্যা সাড়ে ছ়টা নাগাদ ভেঙে পড়ে গুজরাটের মরবি এলাকায় মচ্ছু নদীতে উপর কেবল ব্রিজ (Morbi bridge)।
জানা গিয়েছে ব্রিজটা খুব পুরনো । রাজা মহারাজাদের সময় থেকেই ব্রিজটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পাঁচ দিন আগেই সেতুর সংস্কার করা হয়। গুজরাটি নববর্ষ উপলক্ষে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। রবিবার ছট পুজো উপলক্ষ্যে অগণিত মানুষ ভিড় করে ব্রীজের উপর। আর আচমকাই ভেঙে পড়ে ব্রিজটি। সেতুটি ভেঙে পড়ার পরেই অনেক মানুষ ছিটকে পড়ে নদীতে । কেউ কেউ সেতুর রেলিং ধরে ঝুলতে থাকে। কেউ কেউ সাঁতরে পারে আসে।
সেতু ছিঁড়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন কর্তারা। এই ভয়ানক দুর্ঘটনার জেরে নদীতে পড়ে যান অন্তত ৪০০ জন।শুরু হয় উদ্ধারকাজ। প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষরাও উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন । এছাড়াও বিপর্যয় বাহিনী, NDRF, SDRF সহ আর্মি, ভারতীয় নেভি সকলেই উদ্ধারকার্য চালাচ্ছেন।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘাবি। সোমবার সকালে তিনি জানান , এখনও পর্যন্ত ১৪১জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ । প্রায় ২০০জন উদ্ধারকার্যে সামিল হয়েছেন। এখনও উদ্ধারকার্য চালানো হচ্ছে। গোটা ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, তিন দিনের গুজরাট সফরে গিয়েছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর মাঝেই ঘটল এমন চরম বিপত্তি। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এই ঘটনায় কেন্দ্রের তরফ থেকে নিহতদের পরিবার পিছু ২লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এছাড়াও আহতদের ৫০হাজার টাকা করে সহায়তা করা হবে। রাজ্য মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনার সমস্ত দায়ভার সরকারের বলে ঘোষণা করেছেন। কেন্দ্রের পাশাপাশি গুজরাট সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু ৪লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছে।
সংস্কারের পাঁচ দিনের মধ্যে কিভাবে সেতু ভেঙে পড়ল , তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার। এই ঘটনায় সেতুর সংস্কার কাজের বরাত পাওয়া সংস্থাকেও তলব করা হবে বলে জানা যাচ্ছে।
Morbi bridge | Gujrat Morbi Bridge Collapsed|
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ